রুশ সেনাকে শায়েস্তা করতে আস্ত ট্যাঙ্ক চুরি ইউক্রেনের চাষীর, হাসিররোল নেটদুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে দেখা গিয়েছে এবং সেই সকল ভিডিওগুলি ভাইরাল হতে দেখা গেছে। এযাবত যে সকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ভিডিওগুলি মূলত ইউক্রেনের বাসিন্দাদের দেশপ্রেম অথবা তাদের আত্ম বলিদান নিয়ে। তবে এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি মাত্র সাত সেকেন্ডের। কিন্তু সাত সেকেন্ডের এই ভিডিওটি মুহুর্তের মধ্যে নেটিজেনদের নজর কাড়বে এবং ভাইরাল হয়ে যাবে তা হয়তো আগে টের পাওয়া যায়নি। আসলে এই ভিডিওটি আপাদমস্তক হাসিতে ভরা। যে কারণেই এই ভিডিওটি এত দ্রুত ভাইরাল হয়েছে।

রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে সেই দেশের বাসিন্দারা অনেক কিছুই করছেন। তবে এই ভিডিওটি হল দেশকে বাঁচানোর মরিয়া প্রচেষ্টার একটি ছোট্ট ঝলক। খুব অল্পসময়ের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক চাষী নিজের ট্রাক্টরকে কাজে লাগিয়ে আস্ত একটি রুশ ট্যাঙ্ক চুরি করে নিয়ে যাচ্ছেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা আস্ত ওই ট্যাঙ্কটিকে ট্রাক্টরের সঙ্গে বেঁধে ওই চাষী টেনে নিয়ে যাচ্ছেন। আর তার পিছন পিছন ছুটে যাচ্ছেন এক ব্যক্তি।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেছেন ব্রিটিশ রাজনীতিক তথা পার্লামেন্টের সদস্য জনি মার্সার। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি তিনি লিখেছেন, ‘আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তবে এটুকু বলতে পারি, রুশ অনুপ্রবেশকে ইউক্রেনীয়রা মোটেই ভালভাবে মেনে নিচ্ছেন না। দেখুন, ইউক্রেনীয় চাষী কিভাবে রুশ ট্যাঙ্ক চুরি করে নিচ্ছে।’

একইভাবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওলেকজান্ডার স্কারবা। ওলেকজান্ডার স্কারবা ছিলেন ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত। তিনি ভিডিওটি শেয়ার করার পাশাপাশি লিখেছেন, ‘ইউক্রেনীয়রা সহজে ভাঙার পাত্র নয়’।