সাহস দেখো! খালি হাতেই বিশালাকৃতির সাপ ধরে ফেললো তরুণী

নিজস্ব প্রতিবেদন : খাবারের সন্ধানে নিজেদের বাসস্থান ছাড়িয়ে বহু ক্ষেত্রেই বিষধর থেকে নির্বিষ সাপের লোকালয়ে প্রবেশ করতে দেখা যায়। আর হঠাৎ এই সকল সাপেদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। খবর দেওয়া হয় যারা সাপ ধরেন অর্থাৎ সাপুড়ে অথবা বিশেষজ্ঞদের বা বন বিভাগের কর্মীদের।

সেই সকল ব্যক্তিরা এসে সেই সকল সাপ উদ্ধার করে নিয়ে যান। তবে সাপ ধরার সময় দেখা যায় তাদের বিপুল সর্তকতা অবলম্বন করতে এবং নানান ধরনের আসবাবপত্র নিয়ে আসতে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে এক তরুণী খালি হাতেই একটি সাপ ধরে ফেলেছেন। সাপটি আবার ছোটখাটো নয়, বিশাল আকৃতির। লম্বায় কমপক্ষে আট থেকে দশ ফুট তো হবেই।

সম্প্রতি ৪৮ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ভাইরাল হগ’ ইউটিউব চ্যানেলে। ওই তরুণীর সাপ ধরার পদ্ধতি এবং সাপটি বিশালাকৃতি হওয়ার দরুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে ওই ভিডিওটি। ইতিমধ্যেই ভিডিওটি ছয় হাজারের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা অবস্থায় এক তরুণী রাস্তার ধারে থাকা ওই সাপটিকে তালুবন্দি করে ফেলেছেন। সাতটি ওই তরুনীর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য নিজের সর্বক্ষমতার লাগিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। তবে সাপটি যেভাবে ছটফট করছিল তাতে তাকে বাগে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয় ওই তরুণীকে। তবে সে যাই হোক ওই তরুণী সাপ ধরার দেখেই বোঝা যাচ্ছে তিনি এই কাজে বেশ পারদর্শী।

হাড়হিম করা এই ঘটনার ভিডিও গাড়ির ভিতর থেকে কোন এক ব্যক্তি ক্যামেরাবন্দী করেন। তারপর তা ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কোন এলাকার তা বোঝা যায়নি। সতর্কতাবাণী হিসেবে বলা যায়, এই ভিডিওটি দেখার পর কেউ যেন এইভাবে সাপ ধরার মতো সাহস না করেন। কারণ এই কাজ হল দক্ষ কর্মী অথবা ব্যক্তিদের।