মহিলার বাড়ি পরিষ্কার করার বহর দেখে আঁতকে উঠলেন প্রতিবেশীরা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাড়ি ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে বহু মহিলার মধ্যে আলাদা একাগ্রতা লক্ষ্য করা যায়। বাড়ির মধ্যে সামান্য কোন ধুলোবালি পড়ে থাকা পর্যন্ত তারা সহ্য করতে পারেন না। তবে বাড়ি পরিষ্কার করার জন্য একজন মহিলা কতদূর যেতে পারেন সেটাই দেখা গেল একটি ইনস্টাগ্রাম ভিডিওতে।

Advertisements

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে, এক মহিলা বাড়ি পরিষ্কার করার জন্য উঁচু বিল্ডিংয়ের জানালার বাইরে বীরদর্পে দাঁড়িয়ে বাড়ি পরিষ্কার করছেন। যেখানে দাঁড়িয়ে ওই মহিলা এইভাবে বীরদর্পে বাড়ির জানালা পরিষ্কার করছেন সেখান থেকে কোনো কারণবশত পড়ে গেলে রক্ষে হবে না। স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রতিবেশীদের আঁতকে দিয়েছে।

Advertisements

শুধু প্রতিবেশীরা আঁতকে উঠেছেন এমনটা নয়, এই ভিডিওটি যারা যারা দেখেছেন তারাও স্বাভাবিকভাবেই আঁতকে উঠেছেন। এমন হাড়হিম করা ভিডিও মুহূর্ত এর আগে কোথাও দেখতে পাওয়া গিয়েছে কিনা তা কারোর খেয়াল না পড়াটাই স্বাভাবিক। একইভাবে দিন কয়েক আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যাতে লক্ষ্য করা গিয়েছিল, এক মা তার ছেলেকে নিচের ব্যালকনিতে পড়ে যাওয়া কাপড় তোলার জন্য দড়ি দিয়ে ঝুলিয়ে নামিয়েছিলেন।

Advertisements

সম্প্রতি উঁচু বিল্ডিংয়ের বাইরে সরু রেলিং ধরে ওই মহিলার জানলার কাঁচ পরিষ্কার করার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি ওই মহিলাকে তুলনা করা হয়েছে রাজকুমার রাও অভিনীত ভূতের সিনেমা ‘স্ত্রী’র সঙ্গে। কারণ ওই সিনেমাতে মুখ্য চরিত্রে যে ভূত ছিল তাকে সবসময় স্ত্রী বলে ডাকা হতো। যে কারণে এই ভিডিওটি আপলোড করার সময় লেখা হয়েছে ‘উয়ো স্ত্রী হ্যায়… কুছ ভি কর সকতি হ্যায়’।

জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে। যে মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন ঐ মহিলাটি ঐ আবাসনের চার তলায় থাকেন। রবিবার দুপুর বেলায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় প্রতিবেশী শ্রুতি ঠাকুর জানলা খুলে ওই মহিলাকে এইভাবে দেখে চমকে যান। বারবার তাকে সতর্ক করার জন্য ডাক দেন। তবে কোনো সাড়া না পেয়ে শেষমেষ নিজের মেয়েকে ওই বাড়িতে পাঠান। তবে কি কারণে ওই মহিলা এইভাবে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তা জানা যায়নি।

Advertisements