ভিক্ষুক হলে কী হবে, মধুমাখা সুরে লতার গান, মন জুড়িয়ে দেবে আপনারও

Antara Nag

Updated on:

Advertisements

কখন যে কার মধ্যে কি প্রতিভা থাকে, সত্যি কেউ বলতে পারে না। এর জ্বলন্ত উদাহরণ হল রান মন্ডল। রানু মন্ডল কে আশা করি আলাদা করে চেনাবার কিছুই নেই। সেই রানাঘাট স্টেশনে নোংরার মধ্যে বসে থাকা পাগলপ্রায় মহিলাটি গান গেয়ে মুগ্ধ করেছিলেন যাত্রীদের। চলতি পথের এক যাত্রী তার গানটি ভিডিও করে নেটে শেয়ার করার সাথে সাথে ক্ষণিকের মধ্যে ভাইরাল হয়ে যায় রানু মন্ডল এর গান। রানু মন্ডলের সেই সুর মনে ধরেছিল বেশকিছু সেলিব্রিটিদেরও।

Advertisements

আসলে সমাজে মানুষ এখন ঝাঁ-চকচকে জিনিসের প্রতি বেশি আগ্রহী। যার ফলে বহু প্রতিভা চাপা পড়ে যাচ্ছে প্রচার ও অর্থের অভাবে। রানু মন্ডল এর মত একই ঘটনা ঘটতে দেখা গেল মুম্বইয়ের মহাবালেশ্বরের পঞ্চগনিতে পার্সি পয়েন্টে। সেখানে এক নোংরা কাপড়ে, উরো-ঝুরো চুলে মধ্যবয়স্ক একজন মহিলা হঠাৎ গেয়ে ওঠেন লতা মঙ্গেশকরের গাওয়া – ‘সুনো সাজনা পাপিহে নে’ গানটি। এক ব্যক্তি ভিডিও করে salman_sayyed_7715 নামক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেন। অসাধারণ তার কণ্ঠস্বর এবং তেমনি তার গায়কী। এ যেন মা সরস্বতী বিরাজ করছে তার কন্ঠে।

Advertisements

গানটি ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আয়ে দিন বাহার’-কে নামক একটি হিন্দি ছবির গান। গানটির সুর করেছিলেন লক্ষীকান্ত পেয়ারে লাল এবং গানটি গেয়েছিলেন ‘ভারতের নাইটেঙ্গেল’ উপাধি খ্যাতা লতা মঙ্গেশকর। বিখ্যাত সঙ্গীতশিল্পীরাও আজ লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি মঞ্চে গাইতে ভয় পান। কিন্তু কি সাবলীল ভাবে একবারেই গেয়ে দিলেন এই মহিলা। তার গান শুনে প্রশংসা করতে থামেননি সঙ্গীতজ্ঞরাও।

Advertisements

ভিডিওটি শেয়ার করার সাথে সাথে ঝড়ের গতিবেগে ভাইরাল হয় নেট দুনিয়ায়। প্রায় ৮৬ হাজারের বেশি লাইক পড়ে এবং ভিউস হয় লাখেরও বেশি। প্রত্যেকটি মানুষ ভালো ভালো কমেন্টে ভরিয়ে দেন ভিডিওটির কমেন্ট বক্স। ১৫ ই নভেম্বরে ছাড়া ভিডিওটি এখনো পর্যন্ত তীব্র গতিতে শেয়ার হয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

কেউ কেউ বলেন যে, তিনি রানু মন্ডলের থেকেও ভালো গান করেন। কেউ কেউ আবার সকলকে অনুরোধ করেন যাতে তাকে কোন ভালো সুযোগ করে দেওয়া যেতে পারে। যদিও এখনো পর্যন্ত রানু মন্ডল এর মত সৌভাগ্য হয়নি তার।

Advertisements