Ram Bhakt Anamika: রামের প্রতি অগাধ ভক্তি, রামের পতাকা নিয়ে ১৩ হাজার ফুট থেকে ঝাঁপ যুবতীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একদিকে শুরু হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির (Ram Mandir Ayodhya) উদ্বোধনের পালা। দীর্ঘ কয়েক দশকের লড়াই শেষে এই রাম মন্দির উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। রাম মন্দির উদ্বোধন হওয়াকে ঘিরে দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের আগমন হচ্ছে অযোধ্যায়। রাম ভক্তরা অনেকেই পায়ে হেঁটে রামের দরবারে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর হয়েছেন। এরই মধ্যে এমন এক যুবতীর খোঁজ পাওয়া গেল যিনি আবার অনন্য নজির তৈরি করলেন।

Advertisements

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে যখন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা কেউ পায়ে হেঁটে অথবা কেউ অন্য কিছু সামগ্রী নিয়ে অযোধ্যায় আসছেন, সেই সময় ওই যুবতী ১৩ হাজার ফুট উচ্চতা থেকে রামের পতাকা হাতে ঝাঁপ দিয়েছেন। রাম মন্দিরের পতাকা হাতে নিয়ে এমন ইতিহাস তৈরি করা ওই যুবতী উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। ওই যুবতীর নাম অনামিকা শর্মা (Anamika Sharma)।

Advertisements

রামের পতাকা হাতে ইতিহাস গড়ার জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজের অনামিকা শর্মা সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন ব্যাংকক। যেখানে স্কাইডাইভিংয়ের আসর বসেছিল। সেখানেই ১৩ হাজার ফুট উচ্চতা থেকে শ্রীরামচন্দ্র ও রাম মন্দিরের পতাকা হাতে স্কাইডাইভিংয়ের জন্য ঝাঁপ দিয়েছেন। তার এমন সাহস ও ভক্তি দেখে সবাই আপ্লুত। ২২ বছর বয়সী ওই যুবতী জানিয়েছেন, প্রয়াগরাজ এবং কিংবদন্তি ঋষি ভরদ্বাজকে শ্রদ্ধা জানানোর জন্যই তিনি এইভাবে রাম মন্দিরের পতাকা হাতে ঝাঁপ দিয়েছেন।

Advertisements

আরও পড়ুন ? Ram Mandir Inauguration Mamata: রাম মন্দির উদ্বোধনে মমতা কি যাবেন! জানা গেল সিদ্ধান্ত

রাম মন্দিরের পতাকা হাতে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেওয়ার পরিপ্রেক্ষিতে খুশি এবং গর্বিত অনামিকার মা প্রিয়াঙ্কার শর্মা। তিনি জানিয়েছেন, রাম মন্দিরের পতাকা হাতে যেভাবে অনামিকা এমন একটি সাহসিক কাজ করে দেখিয়েছে, এই বয়সে ছেলেরাও এই ধরনের কাজ করতে গিয়ে দশবার ভাববে। অনামিকার এমন কাজ সবাইকে গর্বিত করেছে। এটা ভগবান রামচন্দ্রের আশীর্বাদ।

জানা গিয়েছে, অনামিকার বাবা অজয় কুমার শর্মা হলেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী। সেনায় কর্মরত থাকা অবস্থায় তিনিও স্কাইডাইভিং করতেন। বাবার স্কাইডাইভিং প্রভাব ফেলেছে অনামিকার জীবনে। আর সেই প্রভাব থেকেই অনামিকা ছোটবেলা থেকেই এমন বিভিন্ন দুঃসাহসিক খেলার অনুশীলন নিতে শুরু করে। সেসবের পরিপ্রেক্ষিতেই আজ অনামিকা এমন একটি ইতিহাস তৈরি করল।

Advertisements