Foldable eBike: বাজারে এলো এমন এক ই-সাইকেল, চাইলে ভাঁজ করে নিয়ে যেতে পারবেন যেখানে খুশি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Anand Mahindra got pleased with a mind-blowing foldable e-bike: বিশ্ব দরবারে অত্যাধুনিক প্রযুক্তি তৈরীর ক্ষেত্রে আর পিছিয়ে নেই ভারত। নিত্য দিনের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরি করে ফেলেছে ভারতীয় সংস্থাগুলি। এর মধ্যে উল্লেখযোগ্য হল, স্মার্টওয়াচ, স্মার্টব্যাণ্ড, ইয়ার বাডস ইত্যাদি। এইসব গেজেটের মধ্যে সবথেকে বড় চমক হল ই-বাইক। মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করে তুলেছে এই ধরনের বাইক। এছাড়া ভারতের বিভিন্ন প্রযুক্তিগত সংস্থাগুলো বাইক, গাড়ি কিংবা সাইকেলের ক্ষেত্রেও নানা রকমের পরিবর্তন এনেছে যা মানুষের ক্ষেত্রে যথেষ্ট উপকারী। তার সব থেকে বড় নিদর্শন হলো ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেমের ই-বাইক (Foldable eBike)।

Advertisements

সম্প্রতি IIT Bombay-এর ছাত্রছাত্রীরা এক অভিনব জিনিসের আবিষ্কার করে ফেলেছেন। তারা তৈরি করেছে বিশ্বের প্রথম ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেমের ই-বাইক (Foldable eBike), যা আপনাকে মুগ্ধ করবে। অত্যাধুনিক ফিচারস সম্পন্ন এই বাইক আপনার মন কাড়তে বাধ্য। সব থেকে আশ্চর্যের কথা হল এই অভিনব আবিষ্কারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা।

Advertisements

এই ধরনের বাইক রীতিমত চমকে দিয়েছে তাকে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন একটি স্টার্টআপ ফোল্ডেবল ই-বাইক (Foldable eBike) তৈরিতে বিনিয়োগ করবেন। এমনকি তিনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই তথ্য ও ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই এটি ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। এর থেকে প্রমাণ হয় আমাদের ভারতীয় প্রযুক্তি কতটা এগিয়ে গেছে। আইআইটি বোম্বের ছাত্রছাত্রীদের এই আবিষ্কার তারই সবথেকে বড় প্রমাণ।

Advertisements

ছাত্র-ছাত্রীদের এই নতুন আবিষ্কার সম্পর্কে নিজের পোস্টে কি লিখেছেন আনন্দ মাহিন্দ্রা? আইআইটি বোম্বের কিছু ছাত্রছাত্রী গোটা দেশের কাছে একটি গর্বের নিদর্শন তুলে ধরেছে। তারা তৈরি করেছেন বিশ্বের প্রথম ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেমের ফুল সাইজের চাকার ই-বাইক (Foldable eBike)। এই বিষয়ে তিনি আরো বলেন যে, তিনি এই সাইকেলটি ব্যবহার করে অফিস চত্বরে ঘুরে বেড়াবেন এবং একটা স্টার্টআপে বিনিয়োগ করছেন যা কিনা ফ্লিপকার্টে উপলব্ধ।

আনন্দ মাহিন্দ্রা এই খবরটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন একুশে অক্টোবর। এখনো অব্দি খবরটি এক মিলিয়নেরও বেশি ভিউজ পেয়ে গেছে। জনগণের মধ্যেও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই বাইকের খবর। আশ্চর্যজনক এই বাইকটি কেনার অপেক্ষায় আছে সবাই। ই-বাইকটির দাম ৪৫ হাজার।

Advertisements