Mahindra Flying Taxi: ভারতের প্রথম ফ্ল্যায়িং ট্যাক্সি নিয়ে হয়ে গেল বড় ঘোষণা! বড় পরিকল্পনা আনন্দ মহিন্দ্রার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Anand Mahindra has big plans for India’s first flying taxi: না কল্পনা নয়, বাস্তবেই ঘটতে চলেছে এমন ঘটনা। মানুষের কল্পনাকে বাস্তব রূপ দিতে চলেছে গাড়ি তৈরি সংস্থাগুলি। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে উড়ন্ত ট্যাক্সি (Mahindra Flying Taxi)। আধুনিক প্রযুক্তির বড় ধরনের আবিষ্কার হিসেবে প্রকাশ পেতে চলেছে এই উড়ন্ত ট্যাক্সি। ইতিমধ্যে পৃথিবীর নানা দেশের বহু কোম্পানি উড়ন্ত ট্যাক্সি তৈরি করার পরিকল্পনা শুরু করেছেন। পিছিয়ে নেই ভারতও সম্প্রতি উড়ন্ত ট্যাক্সির বাজারে লঞ্চ হওয়া নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে আনন্দ মাহিন্দ্রার তরফ থেকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের প্ল্যাটফর্মে উড়ন্ত ট্যাক্সি সম্পর্কিত নানা তথ্য প্রকাশ্যে এসেছে। আনন্দ মাহিন্দ্রা নিজে তাঁর ব্যক্তিগত হ্যান্ডেল থেকে এই তথ্য প্রকাশ্যে এনেছেন।

Advertisements

আনন্দ মাহিন্দ্রা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতে তৈরি হওয়া উড়ন্ত ট্যাক্সি (Mahindra Flying Taxi) নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর ব্যক্তিগত এক্সের হ্যান্ডেলে উড়ন্ত ট্যাক্সির ছবি সহ বেশ কিছু তথ্য শেয়ার করেছেন তিনি। গাড়িটির ওজন কত? কতটা ওজন বহন করতে পারবে? কত গতিতে ছুটতে পারবে এই গাড়ি? এছাড়াও আরো অনেক ফিচার্স সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। আপনি যদি এখনো সেই সমস্ত তথ্য না জেনে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। আজকের প্রতিবেদনে রইল উড়ন্ত ট্যাক্সি সম্পর্কিত বিস্তারিত তথ্য।

Advertisements

উড়ন্ত ট্যাক্সি (Mahindra Flying Tax) যে একটি ইলেকট্রিক গাড়ি তা বলাই বাহুল্য। এই ইলেকট্রিক উড়ন্ত ট্যাক্সি সর্বোচ্চ ২০০ কেজি ওজন বহন করতে পারবে। একবার ফুল চার্জ দিলে ২০০ কিলোমিটার অব্দি ওড়ার ক্ষমতা থাকে এই ট্যাক্সির। মাটি থেকে টেক অফ করার পর গন্তব্যে পৌঁছে উলম্বভাবে ল্যান্ড করবে মাটিতে। গাড়িটির গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ২০০ কিমি অব্দি। গাড়িটি দুজন মানুষকে নিয়ে অনায়াসেই এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যেতে পারবে চোখের পলকে। খুব তাড়াহুড়োর সময় যদি অনেক বড় জ্যামে আটকে পড়ি, তাহলে অনেক সময় আমাদের মনে হয় যদি উড়ে চলে যেতে পারতাম তাহলে বোধহয় ভালো হত। সেই ভাবনাকেই সত্যি প্রমাণিত করতে চলেছে উড়ন্ত ট্যাক্সি।

Advertisements

আরও পড়ুন ? Taxi Driver: ইচ্ছেটাই আসল, ট্যাক্সি চালিয়ে দুটি স্কুল গড়ে সেটাই প্রমাণ করলেন জালালুদ্দিন বাবু

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উড়ন্ত ট্যাক্সিগুলি মাটি থেকে ০.৫ কিলোমিটার থেকে ২ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উড়তে সক্ষম। ভূমিতে চলাচলকারী যানবাহনের তুলনায় উড়ন্ত ট্যাক্সির (Mahindra Flying Taxi) গতিবেগ অনেকটাই বেশি। অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছবে এই গাড়ি। জরুরী অবস্থার সময় এই গাড়ি অত্যন্ত উপকারী হবে বলে মনে করা হচ্ছে। আনন্দ মহিন্দ্রার পোস্ট ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ও আগ্রহী সাধারণ মানুষ। এই গাড়িটি মাত্র ১০ মিনিটে ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। একাধিক সুযোগ-সুবিধা যেমন পাওয়া যাবে, তেমন গাড়িটির দাম কিন্তু অনেকটাই বেশি। সাধারণ ট্যাক্সির তুলনায় দ্বিগুণ ভাড়া দিতে হতে পারে উড়ন্ত ট্যাক্সিতে। এখনো পর্যন্ত এই গাড়ির প্রোটোটাইপ প্রকাশ্যে আনা হয়েছে। গাড়িটিতে আরও অনেক কাজ করা বাকি।

উড়ন্ত ট্যাক্সি (Mahindra Flying Taxi) মূলত ভারতীয় এয়ার স্পেসের মধ্যেই চলাচল করবে। তবে এই গাড়িটিকে জনসাধারণের জন্য ব্যবহার করার আগে, এর সেফটি রেগুলেশনগুলি ভালো করে যাচাই করা প্রয়োজন। গাড়িতে ব্যবহৃত সেফটি ইকুপমেন্ট গুলিও খতিয়ে দেখতে হবে। উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা চালু হবার পরই গাড়িটি সর্বসাধারণের জন্য বাজারে আনা সম্ভব। উড়ন্ত ট্যাক্সি তৈরিতে যারা নিযুক্ত ছিলেন, আইআইটি মাদ্রাজে সেই সমস্ত কর্মীকে সাধুবাদ জানিয়েছেন শিল্পপতি আনন্দ-মাহিনদ্রা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমদিকে ভাড়া একটু বেশি থাকলেও যখন বুকিং আসতে শুরু করবে তখন সাধারণ অ্যাপ ক্যাবে ট্যাক্সির যা ভাড়া নেওয়া হয়, একই ভাড়া নেওয়া হবে উড়ন্ত ট্যাক্সিতেও।

Advertisements