সোশ্যাল মিডিয়ায় ঢাক পেটাতেই অনন্যাকে ধুয়ে দিলেন মেখলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সংগীত শিল্পীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। এই চর্চা শুরু হওয়ার মূল কেন্দ্রবিন্দু হলেন উঠতি সংগীত শিল্পী অনন্যা চক্রবর্তী। সম্প্রতি তিনি বলিউডের বিক্রম বেধা সিনেমায় অ্যালকোহলিয়া গানের কিছু অংশ গাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেন।

Advertisements

বলিউডে বড় ব্যানারে কাজ করার পরেও বাংলার ইন্ডাস্ট্রি থেকে তাকে এবং এই গানের মূল গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করতে দেখা যায় অনন্যাকে। এই তালিকায় ব্যতিক্রমী হিসাবে দুজনের নাম উল্লেখ করেন অনন্যা। তারা হলেন জয় সরকার এবং মধুবন্তী বাগচী। এই বিষয়টি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দিলেও পরে সেই পোস্ট ডিলিট করে দেন।

Advertisements

তবে যতক্ষণ এই পোস্ট ছিল ততক্ষণে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেকেই তার স্বপক্ষে কথা বলেছেন, আবার অনেকেই তার বিপক্ষে কথা বলে তাকে ধুয়ে দিয়েছেন। অনন্যাকে তার পোষ্টের পরিপ্রেক্ষিতে ধুয়ে দেওয়ার তালিকায় রয়েছেন মেখলা দাশগুপ্ত। তিনি বিষয়টিকে একপ্রকার ঢাক পেটানো বলে আখ্যা দিয়েছেন।

Advertisements

মেখলা দাশগুপ্ত পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিতে আসা ইস্তক তোমায় সবাই ধন্য ধন্য করবে। সবাই লাইন দিয়ে কাজে ডাকবে, কেউ ইগনোর করবে না, কেউ হিংসে করবে না, কেউ বাঁশ দেবে না, এটা তো ভাবাই উচিত না, এত ঢাক পেটানোর কী আছে?’

এর পাশাপাশি মেখলা মনে করিয়ে দিয়েছেন, বলিউডে অনন্যার কাজ করার পর তাকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছিলেন। অথচ এই তালিকায় জয় সরকার এবং মধুবন্তী বাগচীর নাম উল্লেখ করলেও তার নাম অনন্যা উল্লেখ করেন নি। এর পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, ‘এই যে সেদিন সকাল সকাল এত খুশি হতে ফোন করে জানালাম, সেটা ভুলেও গেলি? তোর মতে সিনিয়র নই? নাকি বাংলা ইন্ডাস্ট্রির কেউ নই?’

Advertisements