অন্ডাল বিমানবন্দরে চালু হলো নতুন কার্গো টার্মিনাল, বিমান চলবে এই ৪ রুটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষ বিমানবন্দরের পর দক্ষিণবঙ্গের অন্যতম একটি বিমানবন্দর হলো অন্ডাল বিমানবন্দর। দুর্গাপুরের এই বিমানবন্দর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট (Kazi Nazrul Islam Airport) নামে নামাঙ্কিত। এই বিমানবন্দর তৈরি হওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন এবং তার ফলে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।

Advertisements

অন্যদিকে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের চাহিদা দিন দিন যত বাড়ছে ততোই প্রয়োজন হচ্ছে আরও বিভিন্ন ধরনের পরিষেবা চালু করার। ঠিক সেই রকমই সোমবার থেকে এই বিমানবন্দরে চালু হল একটি নতুন কার্গো টার্মিনাল। নতুন এই কার্গো টার্মিনাল তৈরি করেছে বেঙ্গল অ্যাট্রোপলিস লিমিটেড। এই টার্মিনাল তৈরি হওয়ার পর অন্ডাল বিমানবন্দর পেল দ্বিতীয় কার্গো টার্মিনাল।

Advertisements

নতুন যে কার্গো টার্মিনাল চালু করা হলো তা পরিচালনা করবে ইন্ডিগো এয়ারলাইন্স। নতুন এই কার্গো টার্মিনাল থেকে মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ গামী বিমান যাতায়াত করবে মালপত্র নিয়ে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আপাতত এই চারটি রুটে মালপত্র নিয়ে পরিবহন করবে বিমান। তবে আগামী দিনে আরও বেশ কিছু রুটে মালপত্র বহন করার মতো পরিষেবা চালু হবে।

Advertisements

বর্তমানে চারটি রুটে মালপত্র নিয়ে পরিষেবা চালু হলেও আগামী দিনে রাজস্থানের জয়পুর পর্যন্ত মালপত্র নিয়ে পরিষেবা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। এর সঙ্গে সঙ্গে আগামী দিনে আরও কার্গো পরিষেবা বৃদ্ধি পাবে অন্ডাল বিমানবন্দরে বলে জানা যাচ্ছে। কার্গো পরিষেবা বৃদ্ধি পেলে অন্ডাল বিমানবন্দরের গুরুত্ব আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। এসবের পরিপ্রেক্ষিতে আগামী দিনে অন্ডাল বিমানবন্দর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

অন্ডাল বিমানবন্দরের কার্গো পরিষেবার পরিসর বৃদ্ধি হলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির বহু বাসিন্দা উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দারা যারা মালপত্র ভিন্ন রাজ্যে পাঠাতে চান তাদের আর কষ্ট করে গাড়ি ভাড়া করে কলকাতা বিমানবন্দর পাঠাতে হবে না। যে কারণে বিভিন্ন ব্যবসা থেকে শুরু করে মালপত্র আদান-প্রদান করে থাকেন এমন মানুষজনও চান অন্ডাল বিমানবন্দরের কার্গো পরিষেবা আরও উন্নত হোক।

Advertisements