Andal to Bagdogra Flights: ট্রেনের টিকিট না মিললেও অসুবিধা নেই, এবার বিমানে অন্ডাল থেকে যাওয়া যাবে উত্তরবঙ্গ

Shyamali Das

Published on:

Advertisements

পশ্চিম বর্ধমান: উত্তরবঙ্গ রাজ্যের এমন একটি জায়গা যেখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকরা ঘুরতে আসেন। হাজার হাজার পর্যটকদের মধ্যে অধিকাংশরাই ট্রেনে চড়ে আসেন, কেউ কেউ বাসে আবার কেউ কেউ বিমানেও আসেন। প্রতিদিনই কোথাও না কোথাও থেকে পর্যটকদের উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার চাহিদা থাকার কারণে ট্রেনের টিকিট সহ অন্যান্য যানবাহনের টিকিটেরও ব্যাপক চাহিদা দেখা যায়।

Advertisements

উত্তরবঙ্গগামী ট্রেনগুলির চাহিদা সবচেয়ে বেশি থাকার ফলে আগে থেকে টিকিট বুকিং না করা থাকলে টিকিট পাওয়া যায় না বললেই চলে। যে কারণে বহু পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রীদের নিজেদের প্ল্যান বদলাতে হয়। তবে এবার ট্রেনের টিকিট না পাওয়া গেলেও অন্ডাল থেকে সহজেই উত্তরবঙ্গ বিমানে চড়ে যাওয়া যাবে। কেননা অন্ডাল থেকে বাগডোগরা পর্যন্ত চালু হচ্ছে নতুন বিমান পরিষেবা (Andal to Bagdogra Flights)।

Advertisements

পশ্চিম বর্ধমানের অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের বাগডোগরা পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে আগামী ৩০ আগস্ট। বিমান পরিষেবা চালু হওয়ার পর সপ্তাহে চারদিন সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার সরাসরি অন্ডাল ও বাগডোগরা মধ্যে বিমান যাতায়াত করবে। একটি বেসরকারি সংস্থার তরফ থেকে এই উড়ান পরিষেবা চালু করা হতে চলেছে।

Advertisements

আরও পড়ুন : Weather Update WB: ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৪ জেলায়, স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে কখন মিলবে মুক্তি

অন্ডাল ও বাগডোগরার মধ্যে যে বিমান পরিষেবা চালু হতে চলেছে সেই বিমান পরিষেবার সময়সূচী সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে বাগডোগরার উদ্দেশ্যে বিমানটি রওনা দেবে দুপুর ১ টা ১৫ মিনিটে এবং বাগডোগরা পৌঁছাবে দুপুর ২:২০ মিনিটে। ফেরার পথে বাগডোগরা থেকে বিমানটি রওনা দেবে দুপুর ৩:৫৫ মিনিটে এবং অন্ডাল এসে পৌঁছাবে ৪:০৫ মিনিটে। ওই বিমানটিতেই আবার ৪:৩৫ মিনিটে অন্ডাল থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে এবং যেটি ভুবনেশ্বর পৌঁছাবে ৬:১৫ মিনিটে।

নতুন এই বিমান পরিষেবা চালু হওয়ার ফলে পশ্চিম বর্ধমান লাগোয়া বিভিন্ন এলাকার মানুষেরা যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না, তারা সহজেই বিমানের টিকিট বুক করে উত্তরবঙ্গ যেতে পারবেন। এছাড়াও সিকিম ভ্রমণও অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। তবে বিমানে উত্তরবঙ্গের বাগডোগরা যাওয়ার ক্ষেত্রে টাকা অনেকটাই বেশি খরচ হবে। কেননা প্রাথমিকভাবে এই বিমান পরিষেবা শুরু হওয়ার ক্ষেত্রে ভাড়া রাখা হয়েছে ৩৯৯৯ টাকা।

Advertisements