নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ যেন ক্ষতির মুখে না পড়ে তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এই লিগ শুরু করতে বেছে নিয়েছে বিদেশের মাটি সংযুক্ত আরব আমিরশাহি। গত ১৯শে সেপ্টেম্বর থেকে চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছে।
ইতিমধ্যেই চারটি ম্যাচ হয়ে গেলেও এখনো পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। তারা মুখিয়ে রয়েছেন বিদেশের মাটিতে তাদের এবছরের পারফরম্যান্স দেখাতে। আর এই দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটবে বুধবার।
চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা রয়েছে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে তার আগেই মাঠে নামার জন্য ছটফট করছেন কলকাতার বিদেশি তারকা আন্দ্রে রাসেল। তিনি যে কতটা মুখিয়ে রয়েছেন মাঠে নামার জন্য তা তিনি জানান দিলেন প্র্যাকটিসে নেমেই।
নেট প্র্যাকটিসে নামা মাত্রই তিনি ভেঙে ফেললেন ক্যামেরার লেন্স। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে। ভিডিওটি আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স প্রেমীরা ক্যারিবিয়ান এই তারকা খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সদ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে ১১ই সেপ্টেম্বর আন্দ্রে রাসেল আবুধাবিতে এসে পৌঁছেছেন।
? Oh gosh! That’s SMASHED - wait for the last shot..#MuscleRussell warming up to his devastating best!
@Russell12A #KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/0NsOHJ2Pja
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2020
এরপর সেখানে ছয়দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব কাটানোর পর এবছরের মরশুমের প্রথম খেলা শুরু হওয়ার আগে দলের সাথে প্র্যাকটিসে নামেন। আর প্র্যাকটিসে নামে যেন তিনি নিজের ব্যাটে শান দেওয়া শুরু করেন। তার একটার পর একটা ধামাকাদার শট ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে। আর সেই সকল শটগুলির মধ্যে একটি ক্যামেরার লেন্সে লাগলে ভেঙে যায় লেন্সটি।