প্রতিভা ও বিতর্ক, নানান চরিত্রের অংশীদার ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস, অজানা ৭ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদন : শনিবার রাত্রি ১২ টায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অজি ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডস। রবিবার সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়। জনপ্রিয় ক্রিকেট তারকা হওয়ার পাশাপাশি অ্যান্ড্রু সাইমন্ডস ছিলেন বিতর্কিত এবং ভিন্ন চরিত্রে মানুষ।

১) অ্যান্ড্রু সাইমন্ডসের জন্ম অস্ট্রেলিয়ায় নয়। তিনি জন্মেছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ছোটবেলায় তাকে এক ইংরেজ দম্পতি দত্তক নেন এবং তারপর থেকে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। সেই সূত্রে তার ব্রিটেনের পাসপোর্ট ছিল। তিনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার ডাকও পেয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ায় থাকা নিজের প্রেমিকা, বন্ধু-বান্ধবী এবং পরিবারকে ছেড়ে ১৯৯৫ সালের সেই অফার তিনি ফিরিয়ে দেন। আসলে ছোট থেকেই তার স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার।

২) ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার পর পাকাপাকিভাবে দলে জায়গা করে নেওয়ার জন্য তার সময় লাগে চার থেকে পাঁচ বছর। অ্যান্ড্রু সাইমন্ডসের জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল শৃঙ্খলার অভাব এবং মদের আসক্তি। এমনকি ২০০৫ সালে তিনি একবার মদ্যপ অবস্থাতেই প্রাক্টিসে নেমে পড়েছিলেন। যে কারণে তাকে দল থেকে বাদ দেওয়াও হয়েছিল।

৩) অ্যান্ড্রু সাইমন্ডস ক্রিকেট খেলার পাশাপাশি স্বপ্ন দেখতেন বাস্কেটবল খেলার। এছাড়াও তার ঝোঁক ছিল রাগবিতে। এমনকি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার আগে তিনি রাগবিতে যাওয়ার চিন্তা-ভাবনা করেছিলেন। চিন্তাভাবনার পাশাপাশি অনুশীলন শুরু করেছিলেন।

৪) প্রচন্ড মাছ ধরার নেশা ছিল অ্যান্ড্রু সাইমন্ডস-এর। একবার ম্যাথু হেডেন-এর সঙ্গে মাছ ধরতে গিয়ে তাদের নৌকা ডুবে যায়। তিন ঘন্টা সাঁতার কেটে তারা ডাঙ্গায় আসেন।

৫) তার মাছ ধরার নেশা এমন ছিল যে তিনি ২০০৮ সালে মাছ ধরতে গিয়ে টিম মিটিংয়ে হাজির হননি। যে কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়।

৬) অ্যান্ড্রু সাইমন্ডস-এর সঙ্গে হরভজন সিংয়ের বিতর্ক অধ্যায় রয়েছে। ২০০৮ সালে সিডনি টেস্ট চলাকালীন অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ করেছিলেন, হরভজন সিং নাকি তাকে মাঙ্কি বলে গালিগালাজ করেছিলেন। যদিও হরভজন সিং সেই অভিযোগ অস্বীকার করেন এবং জানান ভারতীয় ভাষায় তিনি গালিগালাজ করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হরভজন সিং শাস্তির মুখে পড়েন। যদিও পরবর্তীতে মুম্বই ইন্ডিয়ান্সের খেলার সময় তারা দুজনের সমস্যা মিটিয়ে নেন।

৭) ক্রিকেট ক্যারিয়ার শেষ করে ২০১১ সালে অ্যান্ড্রু সাইমন্ডস বিগ বসে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। এই সময় তার সঙ্গে পরিচয় হয় পর্ন তারকা সানি লিওনের।