IAS Anju Sharma: দশম-দ্বাদশ শ্রেণী ফেল করেও IAS অফিসার! এই মহিলার সফলতার গল্প অনুপ্রেরণা দেবে আপনাকেও

Anju Sharma became an IAS officer despite failing class X-XII: কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় থাকলে জীবনে যে কোনো রকম বাধা-বিপত্তিকে খুব সহজেই দূর করা যায়। আজকের প্রতিবেদনে এমন একজন ব্যক্তির কথা আপনারা জানতে পারবেন যিনি (IAS Anju Sharma) একবার নয় দু’দুবার ব্যর্থ হয়েও অবশেষে জীবনের চরম সফলতা অর্জন করেছেন। UPSC পরীক্ষাকে দেশের সব থেকে কঠিনতম পরীক্ষা হিসেবেই আমরা জেনে এসেছি। বেশিরভাগ মানুষের ধারণা দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা ভালো ফল করতে পারবে তারাই একমাত্র ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে। এছাড়া যেসব ছাত্র-ছাত্রীরা দশম এবং দ্বাদশ শ্রেণীতে ভালো ফল করতে পারেনি তারা কখনো জীবনে উচ্চপদের সরকারি চাকরি পেতে পারে এটা ভাবা যায় না।

তবে ইতিহাস সৃষ্টি করার জন্য এই সব ধারণার কোন মূল্য নেই। পরিশ্রম যদি সঠিক হয় এবং ইচ্ছে থাকলে যে কোন রকমের ভ্রান্ত ধারণাকে ভেঙ্গে ফেলা যায়। ২২ বছর বয়সে প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পাশ করেন অঞ্জু শর্মা (IAS Anju Sharma)। জানলে আশ্চর্য হয়ে যাবেন তিনি কিন্তু দশম ও দ্বাদশ শ্রেণীতে পরীক্ষায় ফেল করেছিলেন। তবে আজ গর্বের সঙ্গে বলা যেতে পারে তিনি একজন আইএএস। দশম শ্রেণির প্রি-বোর্ডে রসায়নে ও দ্বাদশ শ্রেণির অর্থনীতিতে ফেল করেছিলেন অঞ্জু শর্মা।

কিন্তু পড়াশোনায় যে একেবারেই খারাপ ছিলেন তেমনটা কিন্তু নয়। দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে অন্যান্য বিষয়গুলোতে তিনি ভাল নাম্বার পেয়েছিলেন। জীবনের ব্যর্থতা তাকে (IAS Anju Sharma) কোনোভাবেই দমিয়ে দিতে পারেনি। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে ফেল করার পরে তার পরিশ্রম করার ইচ্ছে আরো অনেক গুণ বেড়ে গেছিল। আত্মীয়দের কটাক্ষ অঞ্জুকে দমাতে পারেনি। স্নাতকে তিনি দুর্দান্ত নাম্বার করে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে। এরপর তিনি এমবিএ করেন।

আরও পড়ুন 👉 IAS: মা নেই, বাবা রিকশা চালক, সেই ছেলেই আজ IAS অফিসার

অঞ্জু শর্মা ১৯৯১ সালে রাজকোটে একজন সহকারী কালেক্টর হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর তিনি বিডিও বরোদা, গান্ধীনগরের জেলা কালেক্টর এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সহ একাধিক জায়গায় কাজ করেছেন। অঞ্জু শর্মা (IAS Anju Sharma) বর্তমানে সরকারি শিক্ষা অধিদপ্তরের সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি‌ পদে রয়েছেন তিনি।

অঞ্জু শর্মা জানিয়েছেন যে, তার প্রি-বোর্ড পরীক্ষা চলাকালীন তাকে অনেক রাত জেগে পড়াশোনা করতে হতো। রাতের খাবার শেষ হওয়ার পর তার মধ্যে আতঙ্ক অনেক গুণ বেড়ে যেত। সে যেন অনুভব করত তার কোন প্রস্তুতি সঠিক হয়নি। পরীক্ষায় ব্যর্থ হওয়ার একটা ভয় তার মনে ঢুকে গিয়েছিল। কিন্তু সকল কটাক্ষের জবাব দিয়ে প্রথমবারের চেষ্টাতেই সফলতা লাভ করেন ইউপিএসসি পরীক্ষায়।