নিজস্ব প্রতিবেদন : বিশিষ্ট এবং প্রবীণ সমাজকর্মী আন্না হাজারের আন্দোলন মঞ্চ থেকেই একপ্রকার জন্ম নিয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে যে আদর্শ নিয়ে কেজরিওয়াল আম আদমি পার্টি তৈরি করেছিলেন সেই আদর্শ থেকে তারা আদর্শচ্যুত হয়ে যাচ্ছেন বলে স্পষ্ট বার্তা দিলেন তার গুরু আন্না হাজারে। এক দশক আগে দুর্নীতির বিরুদ্ধে এই আন্না হাজারে এবং তার শিষ্য অরবিন্দ কেজরিওয়ালকে এক মঞ্চে লড়াই করতে দেখা গিয়েছিল।
দিল্লির আবগারি নীতি নিয়ে ক্ষুব্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খোলা চিঠি লিখলেন একদা তার গুরু আন্না হাজারে। আন্না হাজারে লিখেছেন, ‘মদের যেমন নেশা রয়েছে। তেমন ক্ষমতারও নেশা রয়েছে। তুমিও (কেজরিওয়াল) সেই নেশায় মত্ত হয়ে রয়েছ।’
আন্না হাজারে তার এই চিঠিতে মনে করিয়ে দিয়েছেন কোন আদর্শ নিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন। সরকার কেন মদ বিক্রির নীতি তৈরি করবে এই নিয়েই প্রশ্ন তুলেছেন প্রবীণ এই সমাজ কর্মী। আন্না হাজারে লিখেছেন, কেজরিওয়াল তার স্বরাজ বইয়ে যে আদর্শের কথা লিখেছিলেন তা নিয়ে অনেক প্রত্যাশা ছিল।
এর পাশাপাশি আন্না হাজারে তার এই খোলা চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিতে গিয়ে সেইসব আদর্শের কথা ভুলে গিয়েছেন এবং এখন ক্ষমতার নেশায় মত্ত হয়েছেন। গান্ধীবাদী এই সমাজকর্মী এক দশক আগের আন্দোলনের কথা মনে পড়িয়ে বারবার বিদ্ধ করেছেন অরবিন্দ কেজরিওয়ালকে।
In every ward, he (CM Kejriwal) opened a liquor shop& age limit reduced to 21yrs from 25yrs. He's promoting liquor. I felt against it & so for the first time, I wrote to him. When I was protesting, he used to call me his 'guru', where are those emotions now?: Activist Anna Hazare https://t.co/8ZHdxSQxGd pic.twitter.com/EXspvjpMDz
— ANI (@ANI) August 30, 2022
তিনি লিখেছেন, “১০ বছর আগে ১৮ সেপ্টেম্বর, ২০১২-তে দিল্লিতে টিম আন্নার বৈঠকে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলে তোমরা। রাজনৈতিক দল তৈরি কোনওদিনই আমাদের উদ্দেশ্য ছিল না। সে কথা তুমি ভুলে গিয়েছ।”