Namo Bharat Train Update: অনেক হলো বন্দে ভারত, এবার পালা নমো ভারতের! নতুন আপডেটে জানা গেল পরিষেবা শুরুর দিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন ভারতীয় রেল (Indian Railways) উন্নত থেকে উন্নততর হওয়ার দিকে লম্বা লম্বা ঝাঁপ দিচ্ছে। গত ১০ বছরে ভারতীয় রেলে যে সকল কাজকর্ম হয়েছে তা আগের ৫০ বছরেও ভারতে হয়নি বলে দাবি করা হচ্ছে কেন্দ্রের শাসকদলের তরফ থেকে। শুধু দাবি নয়, কেননা দেশের মানুষেরা এর অনেক বাস্তব রূপ দেখেছেন। গত ১০ বছরেই দেখা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের মতো নতুন নতুন ট্রেন। এছাড়াও রয়েছে নমো ভারত ট্রেনটিও (Namo Bharat Train)।

Advertisements

৫০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সবেমাত্র দুটি ট্র্যাকে ছোটা শুরু করেছে। এরই মধ্যে এবার নমো ভারত এক্সপ্রেস ট্রেন (Namo Bharat Train Update) নিয়ে নতুন একটি আপডেট এলো আর সেই আপডেট থেকে জানা গেল কবে থেকে নমো ভারত রেল প্রকল্পের সঙ্গে জুড়বে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানা যাচ্ছে। মূলত চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নমো ভারত রেলের সংযোগ স্থাপনের কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে। তবে এই কাজ শেষ হয়ে কবে থেকে পরিষেবা শুরু হবে তা বিষয়ে এখনই কিছু জানা যায়নি। যদিও অনুমান করা হচ্ছে ২০৩১ সালের মধ্যে নমো ভারত রেল পরিষেবা গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহারের মধ্যে থাকা গ্রেটার নয়ডা ওয়েস্ট এবং নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পরিষেবা শুরু হতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat vs Rapidx: সুবিধায় সমান, ভাড়ায় কম, ভারতেই চলে বন্দে ভারতকে টেক্কা দেওয়া এই ট্রেন

এই প্রকল্পের কাজ হবে রাজ্য ও কেন্দ্রের যৌথ সহযোগিতায়। প্রথম পর্যায়ের কাজ হবে গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহার থেকে কাসনা পর্যন্ত। এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ হবে ৩৭ কিলোমিটারের এবং যার জন্য খরচ হবে ১৩ হাজার ৫৪ কোটি টাকা। প্রথম পর্যায়ের খরচ আধা-আধিভাবে হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ কাসনা থেকে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৩৫ কিলোমিটার পথের কাজ হবে। তবে এই দূরত্বের জন্য খরচ অনেকটাই কম হবে বলে অনুমান করা হচ্ছে এবং খরচের পরিমাণ হতে পারে ৬৯৮ কোটি টাকা।

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নমো ভারত রেল প্রকল্পের সংযোগ নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে আরও একটি বিষয় সম্পর্কে জানা গিয়েছে। আর সেই বিষয়টি হলো বিমানবন্দরের কমপ্লেক্সের টার্মিনাল বিল্ডিং পর্যন্ত নমো ভারত রেলের সংযোগ স্থাপন করা হবে। তবে এর জন্য অতিরিক্ত ৬০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। এই ট্র্যাক হবে মাটির নিচে। এক্ষেত্রে ৯০ মিটার পর্যন্ত মাটির নিচে দিয়ে ট্র্যাক তৈরি করার কাজ করা হবে বলেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements