ফের বঙ্গোপসাগরে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণাবর্ত, এই দিন থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয় সোমবার। যে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত মাথাচাড়া দিচ্ছে বঙ্গোপসাগরে। এমনি পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফে।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার অথবা শনিবার নতুন করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে শুরু করেছে উত্তর বঙ্গোপসাগরে। এই ঘটনা ঘূর্ণাবর্তটি নির্ধারিত দিনে ঘনীভূত হলে তা ক্রমশ দু-তিন দিনের মধ্যে এগিয়ে যাবে বাংলা ও ওড়িশা উপকূলে।

Advertisements

অন্যদিকে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা শক্তি হারিয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন মধ্যপ্রদেশে বিরাজ করছে। পাশাপাশি রাজস্থানের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে আজ তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি অল্পবিস্তর বৃষ্টির দেখা মিলতে পারে।

বৃহস্পতিবার হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আংশিকভাবে থাকবে মেঘলা আকাশ। এর পাশাপাশি স্থান বিশেষে বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে।

তবে উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই ঘূর্ণাবর্তটির প্রভাব লক্ষ্য করা যাবে শনিবার অথবা রবিবার থেকে। ওই সময় থেকেই পুনরায় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করবে। পাশাপাশি রবিবার এবং সোমবার থেকেই পুনরায় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে।

অন্যদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই। আর এসবের পরিপ্রেক্ষিতে আগামী কয়েকদিনের মধ্যেই ফের একবার একদফা মেঘলা আকাশ ও দুর্যোগের আশঙ্কা রয়ে যাচ্ছে।

Advertisements