ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তালিকায় একাধিক জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তীব্র দাবদাহের পর মরসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে কিছুটা হলেও স্বস্তি মিলে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে রবিবারের এই কালবৈশাখীর ঝড়ে একাধিক জায়গায় উপড়ে গেছে গাছপালা, ক্ষতির সম্মুখীন একাধিক ঘরবাড়ি। মূলত এমন ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে বীরভূমের বোলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। তবে রবিবারের পর সোমবার এমন ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবারে তুলনায় ঝড়ের গতিবেগ অনেকটা কম থাকবে বলে মনে করা হচ্ছে। সোমবার যে সকল জেলার ক্ষেত্রে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সকল জেলার তালিকায় রয়েছে দুই পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া।

Advertisements

এই সকল জেলাগুলিতে স্থানবিশেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আগামী দিন কয়েক আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ঝড় বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিললেও বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বিকাল এবং সন্ধ্যা থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।

[aaroporuntag]
গতকাল অর্থাৎ রবিবার বিকাল গড়াতেই বীরভূমের একাধিক এলাকায় ঝড়-বৃষ্টির পাশাপাশি বিপুল পরিমাণে শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। বেশ কিছু জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি ইত্যাদি পড়ে যাওয়ার কারণে বিপুল সংখ্যক মানুষকে সমস্যায় পড়তে হয়। অন্যদিকে শিলাবৃষ্টির কারণে চাষের ক্ষতি হওয়ার আশঙ্কাতেও রয়েছেন চাষীরা।

Advertisements