Vande Bharat Express Inauguration: চালু হতে চলেছে নতুন এক বন্দে ভারত, সুবিধা পাবেন বাংলার পাশের রাজ্যের বাসিন্দারা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) হল ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন। প্রতিদিন ভারতীয় রেলের উপর ভর করে প্রায় ২ কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বছরে যে সংখ্যাটা দাঁড়ায় প্রায় ৭০০ কোটি। এমন বিপুলসংখ্যক মানুষের ভরসার পরিষেবাকে দিন দিন উন্নত থেকে উন্নততর করা হচ্ছে রেলের তরফ থেকে।

ভারতীয় রেলের তরফ থেকে রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) একটি বড় উদাহরণ বলা যেতে পারে। এখনো পর্যন্ত দেশে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। যার মধ্যে ৩৯টি বিভিন্ন রুটে যাতায়াত করছে, আর দুটি রিজার্ভ হিসাবে রাখা হয়েছে।

তবে এই তালিকায় আগামী ১২ মার্চ এক ধাক্কায় আরও বন্দে ভারত এক্সপ্রেস যুক্ত হতে চলেছে। কেননা ঐদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ভার্চুয়ালি দেশের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা (Vande Bharat Express Inauguration) হবে বলেই সূত্রের খবর। যে সকল রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একটি, ঝাড়খন্ড থেকে আরও একটি। এছাড়াও পাটনা থেকে লখনৌ একটি এবং আরও কয়েকটি বন্দে ভারতের সূচনা হতে পারে।

আরও পড়ুন ? Vande Bharat Express Speed Increase: শুধু নামে নয়, এবার কাজেও, রেলের নতুন পরিকল্পনায় এবার সাঁই সাঁই করে ছুটবে বন্দে ভারত

পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে বিহারের পাটনা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচি থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত একটি বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে রাঁচি ডিভিশনের ডিআরএম জসমিত সিং বিন্দ্রা জানিয়েছেন, যে বন্দে ভারতের সূচনা হতে চলেছে সেটিতে ৮টি চেয়ার কার কোচ থাকছে।

নতুন এই বন্দে ভারতের সূচনা হলে বাংলাকে ঘিরে থাকা ঝাড়খন্ড, বিহার ও উড়িষ্যার বাসিন্দারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এই ট্রেনটি বোকারো স্টিল সিটি, হাজারিবাগ, কোডারমা এবং গয়া জংশনের উপর দিয়ে উত্তর প্রদেশ পৌঁছাবে। ট্রেনটি রাঁচি এবং বারাণসী ছাড়াও লোহারদাগা, টোরি, ডাল্টনগঞ্জ, গাড়োয়া রোড, গয়া এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন স্টপেজ দেবে। রাঁচি থেকে ট্রেনটি সকাল ৫:৫০ মিনিটে ছাড়বে এবং বারাণসী পৌছাবে দুপুর ১২:১০ মিনিটে। বারাণসী থেকে দুপুর ১:৩০ মিনিটে ট্রেনটি ছাড়বে এবং রাঁচি পৌঁছাবে সন্ধ্যা ৭:৫০ মিনিটে।