স্মার্টফোন থেকে সমস্ত চায়না অ্যাপ ডিলিট করতে বাজারে এলো নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : ভারতে কোটি কোটি মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত তাদের স্মার্টফোনে ব্যবহার করে চলেছেন চায়না অ্যাপ। আর এই সকল চায়না অ্যাপের তালিকায় রয়েছে সবথেকে জনপ্রিয় একটি অ্যাপ একটা হল ‘Tiktok’, শুধুমাত্র এই অ্যাপটিকেই কয়েকদিন আগে পর্যন্ত ১২ কোটি মানুষ ব্যবহার করতেন। এরপর চায়না পণ্য বয়কটের ডাক ওঠে। অ্যাপের ব্যবহার কমে দাঁড়ায় মাত্র কয়েক লাখে। এছাড়াও এসকল চায়না অ্যাপের তালিকায় রয়েছে ভুরিভুরি নাম। আর এই সমস্ত কিছু বর্জন করার ডাক দিয়েছেন ভারতের কোটি কোটি মানুষের পাশাপাশি সেলিব্রেটিরাও।

মূলত লাদাখে চীনের আগ্রাসন নিয়ে প্রতিবাদ স্বরূপ চিনা পণ্য বর্জনের ডাক দিতে দেখা যায় দেশের সেলিব্রেটি থেকে অন্যান্যদের। চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছেন সোনাম ওয়াংচুক, মিলিন্দ সোমন, এরশাদ ওয়ারসি, রনবীর শোরে, অতুল কাসবেকার, আয়ুষ্মান খুরানা, রাজ শান্ডিল্য আরও অনেকেই। পাশাপাশি দেশের অজস্র মানুষও এই চিনা পণ্য বর্জনের পক্ষে। বিশেষ করে স্মার্টফোনে ব্যবহার করা মোবাইল অ্যাপগুলি। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না আসলে কোনটি চিনা অ্যাপ আর কোনটি নয়। আর এই সমস্যা সমাধানের জন্য একটি সংস্থা নিয়ে এসেছে নতুন একটি অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে সহজেই চিনা অ্যাপগুলিকে শনাক্ত করে স্মার্টফোন থেকে ডিলিট করা যাবে।

চিনা অ্যাপ শনাক্তকারী নতুন অ্যাপটির নাম হল ‘Remove China apps’। এই নামে গুগল প্লে স্টোরে সার্চ করলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি বাজারে নিয়ে এসেছে One Touch Applabs নামে একটি সংস্থা। আর এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নেওয়ার পরেই আপনি সহজেই আপনার স্মার্টফোনে থাকা চায়না মোবাইল অ্যাপগুলিকে চিনে নিতে পারবেন। পাশাপাশি সেখানেই ডিলিট করার অপশন পাবেন।

এই পদ্ধতিতে আপনার মোবাইল থেকে চায়না মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Remove China apps’ ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনি এই নতুন অ্যাপটি খোলার সাথে সাথেই স্ক্যান করার কথা বলবে। স্ক্যান করলেই আপনার চোখের সামনে উঠে আসবে আপনি কোন কোন চায়না মোবাইল অ্যাপ ব্যবহার করছেন। চায়না মোবাইল অ্যাপের তালিকার পাশেই থাকবে ডিলিট অপশন অর্থাৎ রিসাইকেলবিন চিহ্ন। সেখানে ক্লিক করলেই সহজেই আপনার স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যাবে চাইনা অ্যাপগুলি।

যখন দেশে চায়না পণ্য বর্জনের ডাক উঠেছে ঠিক সেসময় ১৭ই মে এই অ্যাপটি ওই সমস্ত বাজারে নিয়ে আসে। আর এই কয়েক দিনেই এই অ্যাপ ডাউনলোড হয়েছে দশ লক্ষের বেশি।

প্রসঙ্গত, এখন অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি চায়না অ্যাপ। সেগুলি ডিলিট করার পর ওই একই কাজ করার জন্য আর কোন অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, একই ধরনের কাজ করার মত অজস্র মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোর অথবা অন্যান্য মাধ্যমে ছড়িয়ে রয়েছে। একটু খোঁজাখুঁজি করলেই আপনি বিকল্প পথ পেয়ে যাবেন।