লাল্টু : যে কাটমানি তৃণমূলকে আষ্টেপৃষ্ঠে ধরেছে সেই কাটমানির কথা নিয়ে এবার অকপট স্বীকারোক্তি শোনা গেল স্বয়ং বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে রবিবার।
রবিবার দুবরাজপুরের রবীন্দ্র সদনে খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া, রুপুসপুর এবং খয়রাশোল এই তিনটি অঞ্চল নিয়ে একটি কর্মী সম্মেলন হয়। যে সম্মেলনে তৃণমূলের এক কর্মী মাত্র ১০০ ফুট রাস্তা তৈরি না হওয়াই সেই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলের কাছে দাবি করেন। আর এই দাবি থেকেই বেরিয়ে আসে খয়রাশোল ব্লকের তোলা, কাটমানির রহস্য। রহস্য উন্মোচিত হয় তাও আবার স্বয়ং অনুব্রত মণ্ডলের মুখ থেকেই। আর এই রহস্য উন্মোচনের পাশাপাশি অনুব্রত মণ্ডল ওই কর্মীকে ধমকও দেন।
কেন মাত্র ১০০ ফুটের রাস্তা তৈরি হচ্ছে না, এনিয়ে কথা বলতেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওই কর্মীকে লক্ষ্য করে বলেন, “ঠিকাদারির কাজ করতে দেবে না, তাহলে তো এক হাঁটু জল থাকবেই। এটাও তো মানতে হবে। চাওয়া পাওয়ার ব্যাপারটা আলাদা। বেশি মুখ খুলিও না, খয়রাশোল ব্লকে যদি ৫ টাকার কাজ করে তাহলেও বলে ১ টাকা দিয়ে যাও। বেশি কথা বোলোনা।”
৫ টাকার কাজেও ১ টাকা দিতে হয়, কাটমানির কথা স্বীকার অনুব্রতর pic.twitter.com/2UBMgUTNYw
— BanglaXp Official (@BanglaXpBengali) September 14, 2020
এর পাশাপাশি তিনি বলেন, “সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষরা কিছু পায় না। মুষ্টিমেয় কিছু মানুষ সুবিধা পেয়ে থাকে।”