নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ১৭ দিন হাসপাতালে কাটানোর পর শুক্রবার ছুটি পান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি কলকাতাতেই রয়েছেন। তবে তার এই হাসপাতাল থেকে ছাড়া পেতে না পেতেই জোড়া তলব সিবিআইয়ের।
শুক্রবারে রাত্রি পৌনে আটটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বেরোনোর পর শনিবার দুপুর বেলাতেই তার কাছে পৌঁছে যাই সিবিআইয়ের তলব। বিকাল সাড়ে পাঁচটার মধ্যে তাকে নিজাম প্যালেসে হাজির হতে নির্দেশ দেয় সিবিআই। সিবিআই সূত্রে এমনটা জানা গেলেও এখনো পর্যন্ত জানা যায় নি তিনি সেই তলবে সাড়া দিয়েছেন কিনা।
অন্যদিকে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তলবের পর ফের নতুন করে আরও একটি সিবিআই তলব পৌঁছায় তার কাছে। নতুন করে এই সিবিআই তলব করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার মামলার পরিপ্রেক্ষিতে। এই তলবের পরিপ্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ১১ টার মধ্যে তাকে নিজাম প্যালেসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গত ৬ এপ্রিল সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেইমতো তার আগের দিন বোলপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও হাজিরার দিন তিনি সিবিআই দপ্তরে যাওয়ার পরিবর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সেখানেই দীর্ঘ ১৭ দিন ভর্তি থাকার পর শুক্রবার ছুটি পান।
ছুটির সময় তার হার্টে ব্লকেজ রয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। মনে করা হচ্ছিল এর ফলে হয়তো এখন রক্ষাকবজের মধ্যেই থাকবেন তিনি। তবে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিবিআইয়ের জোড়া ফলায় বিদ্ধ হলেন বীরভূমের এই দাপুটে নেতা। এখন দেখার বিষয় তিনি এই সকল তলবে সাড়া দেন নাকি অন্য কোন কৌশলের দিকে হাঁটেন।