গরু পাচার কান্ডে তলবের পর ফের সিবিআই তলব, এবার এই মামলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দিয়ে সবেমাত্র বোলপুরের বাড়ি ফিরেছেন। তবে বাড়ি ফিরতে না ফিরতে ফের তাকে তলব করল সিবিআই। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাকে ফের হাজিরা দিতে হবে সিবিআই দপ্তরে।

Advertisements

এবার বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতাকে সিবিআই তলব করেছে ভোট পরবর্তী হিংসার মামলায়। সূত্রের এই খবর যদি ঠিক হয়ে থাকে তাহলে অনুব্রত মণ্ডলকে চলতি সপ্তাহেই দুবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। কারণ ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে আগামী শুক্রবার হাজিরার দিন রয়েছে।

Advertisements

জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার সিবিআই অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে যে জিজ্ঞাসাবাদ করে তা অসম্পূর্ণ ছিল। তদন্তের স্বার্থে আরও জেরা করার প্রয়োজন রয়েছে বলে জানা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে পুনরায় তাকে সিবিআই দপ্তরে হাজির হতে হবে।

Advertisements

ভোট-পরবর্তী মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই মামলার ভার দেয় সিবিআইয়ের উপর। এরপর থেকেই এই মামলা চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই দুবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে। তবে অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই তলব এড়িয়ে যান।

সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল অনুব্রত মণ্ডলকে সিবিআই দুপুর একটার মধ্যে নিজাম প্যালেসে হাজির থাকার নির্দেশ দিয়েছে। সদ্য বোলপুরের বাড়িতে ফিরে আসা বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা সিবিআইয়ের এই তলবের পর জেরার জন্য হাজির হন কিনা তাই এখন দেখার।

অন্যদিকে অনুব্রত মণ্ডল বোলপুরের বাড়িতে ফিরে এলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ বলে জানা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে। এমনকি তিনি এখন চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নেওয়ার বিষয়ে তিনি বাড়ি ফিরে সকলকে জানিয়ে ছিলেন।

Advertisements