‘তৃণমূল লোডশেডিংয়ের সরকার’, শুনেই সরাসরি বিদ্যুৎ মন্ত্রীকে নালিশ অনুব্রত মণ্ডলের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলার বিভিন্ন এলাকায় কর্মীদের নিয়ে কর্মীসভা করে চলেছেন। এই সকল কর্মীসভার অংশ হিসেবে বৃহস্পতিবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের তৃণমূল কর্মীদের নিয়ে একটি সম্মেলন হয়। যেখানে এক অঞ্চল সভাপতি এলাকায় লোডশেডিং নিয়ে অভিযোগ করেন। আর এই অভিযোগ শুনেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সরাসরি বিদ্যুৎ মন্ত্রীকে নালিশ জানান।

Advertisements

এদিন কর্মীসভা চলাকালীন ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের তলোয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বদর আলী এলাকায় লোডশেডিং নিয়ে সরব হন। এর পাশাপাশি তিনি জানান, “এখানকার সিপিআইএম কর্মীরা তৃণমূল সরকারকে লোডশেডিংয়ের সরকার বলে মাইকে প্রচার করছে। কিন্তু কেন এমনটা শুনবো?”

Advertisements

আর একথা শুনেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সরাসরি বিদ্যুৎ মন্ত্রীকে ফোন করে এলাকায় কেন এত লোডশেডিং, এখানকার ডিভিশনাল ম্যানেজার অথবা অন্যান্য ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখার জন্য নালিশ জানান।

Advertisements

তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি রামপুরহাট ডিভিশনাল ম্যানেজারকে ফোন করে চরম ধমক দেন। তিনি রামপুরহাট ডিভিশনাল ম্যানেজারকে ফোন করে বলেন, “বোলপুর ডিভিশনে, সিউড়ি ডিভিশনে এবং রাজ্যের অন্যান্য ডিভিশনে লোডশেডিং নাই। লোডশেডিং থাকতো আগে সিপিআইএমের আমলে। তাহলে আমাদের আমলে কেন এই এলাকায় এত লোডশেডিং হবে?” পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

Advertisements