পৌরকর্মী থেকে কোটি কোটি মালিক, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণের রঙিন জীবন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে অভিযুক্ত থাকায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। দেখতে দেখতে তার গ্রেফতার হওয়া পার হয়ে গেল ১৪ দিন। বুধবার তাকে ফের একবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সিবিআই আধিকারিকরা রীতিমত চিরুনি তল্লাশি চালিয়েছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের বাড়িতে, রাইস মিলে সহ বিভিন্ন জায়গায়।

সিবিআই আধিকারিকরা যে সকল জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছেন সেই সকল জায়গা থেকে বিভিন্ন নথি সংগ্রহ করেছেন। এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা রীতিমতো চমকে দেওয়ার। এরই মধ্যে চমকে দেওয়া ব্যক্তি হিসেবে হাজির বিদ্যুৎ বরণ গায়েন। বিদ্যুৎ বরণ গায়েন অনুব্রত মণ্ডলকে বাবা বলে ডাকতেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়।

তিনি একসময় বোলপুর পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হন। প্রথম দিকে তিনি ছিলেন গাড়ির খালাসী। পরে পদোন্নতি হয় এবং চালক হন। এদিকে ২০১১ সালে তৃণমূল সরকারে আসার পর বোলপুর পৌরসভায় তার চাকরি স্থায়ী হয়। তার চাকরির স্থায়ী হওয়ার পাশাপাশি ধীরে ধীরে সম্পত্তি বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই বিদ্যুৎ বরণ গায়েনের।

বোলপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকায় তার তিনটি বাড়ি রয়েছে। সেই সকল বাড়িগুলি বর্তমান মূল্য কয়েক কোটি টাকা। এর পাশাপাশি রয়েছে দুটি জায়গার প্লট। যে কর্মী মাসে ২৫ হাজার টাকা বেতন পেতেন তার কিভাবে এত সম্পত্তি বাড়লো তা খুঁজতেই সিবিআই আধিকারিকরা হানা দেয় তার বাড়িতে।

এর পাশাপাশি রাইস মিল সহ দুটি সংস্থায় তিনি ডিরেক্টর হিসেবে রয়েছেন। বিদ্যুৎ বরণ গায়েনকে বেশ কয়েকদিন ধরে খোঁজার পর মঙ্গলবার সিবিআই আধিকারিকরা তাকে হাতে পেয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত।