অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই, আটক নিয়ে জল্পনা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বুধবার সকাল থেকে ফের সিবিআই তল্লাশি শুরু হয়েছে বোলপুরে। বোলপুরের চার থেকে পাঁচটি জায়গায় বুধবার সকাল থেকে হানা দেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মন্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রেই এই হানা বলে জানা যাচ্ছে।

বুধবার সকালবেলা সিবিআই আধিকারিকদের বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছাতে দেখা যায় অনুব্রত মণ্ডলের চ্যাটার অ্যাকাউন্টেন্ট মনিশ কোঠারির বাড়ি। সেখানে হানা দেওয়ার পাশাপাশি চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি সিবিআই আধিকারিকরা হানা দেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি তাকে সিবিআই আধিকারিকরা বাড়ি থেকে বের করে গাড়িতে তুলে নিয়ে যান সুপারমার্কেটে। সেই সময় মনে করা হয় তাকে আটক করেছেন সিবিআই আধিকারিকরা। যদিও কিছুক্ষণ পর ফের তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ চালানো হয়।

জানা যাচ্ছে, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে সিবিআই আধিকারিকরা তার অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে গিয়েছিলেন। যদিও ওই অ্যাকাউন্টেন্ট জানান, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় পাসওয়ার্ড দিতে না পারার কারণে কোন কাজ এখনো হয়নি। এরপরই তাকে তার বাড়িতে ফিরিয়ে আনেন আধিকারিকরা। তবে তাকে আটক অথবা গ্রেপ্তার করা হলেও হতে পারে।

এর পাশাপাশি সিবিআই আধিকারিকরা হানা দেন ওই তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ সুদীপ রায়ের বাড়িতে। এছাড়াও সিবিআই আধিকারিকরা পৌঁছে যান বোলপুরের সেনপতি এলাকার ব্যবসায়ী সুজিত দের বাড়িতে। ইনি এলাকায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে পরিচিত।

অন্যদিকে এ দিনের এই সিবিআই হানার পর বিজেপি নেতা অনুপম হাজরাকে ফের একবার টুইট করে দাবি করেন, অনুব্রত মন্ডলের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। এমনকি কবিগুরুর থেকেও বেশি জমি জমা রয়েছে বলে দাবি করেছেন তিনি।