জন্ম তারিখ কত? ‘চৌঠা অঘ্রাণ’, অনুব্রতর উত্তরে ভ্যাবাচ্যাকা খেলেন ইডি আধিকারিকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এখন ঠাঁই হয়েছে তিহার জেলে (Tihar Jail)। তাকে দিল্লি নিয়ে যাওয়ার আগে থেকেই রীতিমতো চাপে ছিলেন তিনি। দিল্লি যাওয়ার পর সেই চাপ কয়েকগুণ বেড়ে গিয়েছে। দিল্লিতে ইডি আধিকারিকদের প্রশ্নবাণে রীতিমত বিদ্ধ বীরভূমের বেতাজ বাদশা। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে নিজের জন্ম সাল পর্যন্ত ভুলে গিয়েছেন।

Advertisements

অনুব্রত মণ্ডল নিজের জন্ম সাল ভুলে যাওয়ার পর যা উত্তর দিয়েছেন তা শুনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইডি আধিকারিকদেরও। ইডি আধিকারিকদের হিমশিম খেতে হচ্ছে মূলত অনুব্রত মণ্ডলের বয়সের হিসাব করতে গিয়ে। অনুব্রতর জন্ম সাল ভুলে যাওয়া আর উত্তর দেওয়া নিয়েও হাসির রোল।

Advertisements

এদিন আদালত চত্বরে বসে ইডি আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞেস করেন জন্ম তারিখ কত? প্রশ্ন শুনেই অনুব্রত মণ্ডল জিভ কেটে উত্তর দেন, ‘এই রে, মনে নেই তো’। যদিও পরে নিজের জন্ম তারিখ জানান অনুব্রত। কিন্তু সেই জন্ম তারিখ বাংলা বছর হিসাবে বলায় বয়স হিসাব করতে ইডি আধিকারিকদের হিমশিম অবস্থা।

Advertisements

জন্ম তারিখ বলতে গিয়ে অনুব্রত মণ্ডল কিছুক্ষণ থেমে জানান, ‘অঘ্রাণ, চৌঠা অঘ্রাণ।’ বাংলা মাস ধরে জন্ম তারিখ বলায় রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যান ইডি আধিকারিকরা। এরপর আবার তাকে জিজ্ঞেস করা হয় জন্ম সাল মনে আছে? অনুব্রত মণ্ডল নিজের জন্ম সাল বলতে পারেন নি। তবে তিনি তার বয়স জানিয়েছেন ৬৬ বছর। অনুব্রত বলেন, ‘আমার বয়স ৬৬ বছর। সালটা হিসাব করে নিন।’

এমন পরিস্থিতির পর ইডি আধিকারিকরা অনুব্রত মণ্ডলের আধার কার্ড দেখে কাগজপত্র ঠিক করার নির্দেশ দেন। মূলত বাংলা সাল এবং তারিখ নিয়ে ইডি আধিকারিকদের জ্ঞান কম থাকার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।

Advertisements