নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অবস্থা এখন খুবই খারাপ। গরু পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর তিনি এখন রয়েছেন তিহার জেলে (Tihar Jail)। আবার এই একই মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে তিহারেই রয়েছেন তার মেয়ে সুকন্যা (Sukanya Mondal)। দিন দুয়েক আগেই জেলবন্দী অবস্থায় একে অপরকে দেখে হাউহাউ করে কেঁদে ফেলেন অনুব্রত।
তিনি জেলবন্দী থাকলেও এ যাবত নিজেকে বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলেন। কিন্তু মেয়ে জেলবন্দি হওয়ার পর তা তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। সহ্য করতে পারছেন না মেয়ের এমন পরিস্থিতি। আর এই সকল চাপ সহ্য করতে না পেরেই অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে আইনজীবীদের অনুরোধ মেনে জেল কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডল কে হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে তিহার জেল থেকে নিয়ে যাওয়া হয় জিবি পন্থ হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বরং অবনতি হচ্ছে বলেই সূত্রের খবর। একাধিক সমস্যা হচ্ছে দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতার বলেই জানা যাচ্ছে। একাধিক সমস্যা সামনে এসেছে বলে জানা গিয়েছে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম থেকে।
সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, অনুব্রত মণ্ডলের শ্বাসকষ্ট বেড়েছে। বুকে ব্যথা রয়েছে, ৭৫% হার্ট ব্লকেজ, আবার লিভারের অবস্থাও খারাপ। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলকে দুবেলা ইনসুলিন নিতে হচ্ছে। অনুব্রত মন্ডলের এমন শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে তার অনুরাগী থেকে রাজনৈতিক মহলে।
অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি এমন কিভাবে হলো তা নিয়ে জানা গিয়েছে, ঠিকঠাক খাওয়া-দাওয়া করছেন না তিনি। সামান্য ডাল আর তরকারি দিয়ে দেড় খানা রুটি খান। এর ফলে শরীর ভেঙে যাচ্ছে এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর নানান সমস্যা সামনে এসেছে। দিন দুয়েক আগেই সুকন্যা মন্ডলের সঙ্গে আধ ঘন্টা কথা বলার পরই অনুব্রত মণ্ডল ভেঙ্গে পড়েন।