ডেউচা পাঁচামি কয়লা শিল্পের কাজ শুরু হতেই নতুন বার্তা দিলেন অনুব্রত

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবশেষে গত সপ্তাহের বৃহস্পতিবার ডেউচা পাঁচামিতে কয়লা শিল্প প্রকল্পের কাজ শুরু হয়েছে। ভূমিপুজোর পর সেখানে শুরু হয়েছে খননকার্য। যে এলাকায় এখন অনবরত আনাগোনা করতে দেখা যাচ্ছে প্রশাসনিক আধিকারিকদের। আর এবার সেখানেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে নতুন বার্তা দিতে দেখা গেল।

Advertisements

ডেউচা পাঁচামি কয়লা শিল্পের জন্য যারা জমি দিচ্ছেন তাদের প্রত্যেককে মোটা টাকার প্যাকেজের পাশাপাশি চাকরি দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। এর পাশাপাশি জমি জমা সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের পাশেও দাঁড়াচ্ছে প্রশাসন। সোমবার এলাকার ১১৩ জনের হাতে প্রশাসনিকভাবে পাট্টা তুলে দেওয়া হয়।

Advertisements

এমন পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বীরভূমের জেলাশাসক বিধান রায় ও অন্যান্যরা। সেখানেই অনুব্রত মণ্ডল জমিদাতাদের উদ্দেশ্যে কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দেন। অনুব্রত মণ্ডল জানান, বাইরে থেকে কেউ কোনো রকম প্ররোচনা দিলে, সেই প্ররোচনায় পা না দিয়ে তা তড়িঘড়ি প্রশাসনকে যেন তারা জানান।

Advertisements

আরও পড়ুন: বিপদে পড়া যুবকের পাশে দাঁড়াল সিউড়ির তালতলার মহিলারা!

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এমন একটি সুন্দর প্রকল্প বাস্তবায়িত হলে শুধু গুটিকয়েক চাকরি নয়, এর পাশাপাশি লক্ষ লক্ষ যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে। আসানসোল দুর্গাপুর কয়লা খনি এলাকায় যেমন মানুষের উন্নতি হয়েছে, ঠিক সেই রকমই এই এলাকার মানুষদেরও উন্নতি হবে। শুধু উন্নতি নয়, এই এলাকায় যেভাবে উন্নতি হবে তা দুর্গাপুর, আসানসোলের মতো এলাকাকেও ছাপিয়ে যাবে।

ডেউচা পাঁচামি এলাকায় মাটির নিচে যে পরিমাণ কয়লা রয়েছে তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হয়ে দাঁড়াবে যদি প্রকল্প বাস্তবায়িত হয়। ইতিমধ্যেই কাজ শুরু হওয়ার পাশাপাশি মাটির নিচে থাকা কয়লার উপরে যে ব্যাসল্ট শিলা রয়েছে, সেই ব্যাসল্ট শিলা আগামী কয়েকদিনের মধ্যেই উত্তোলন করা সম্ভব হবে বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। এর পাশাপাশি এখন থেকেই এলাকায় বেশ কিছু মানুষজন খাবার দাবার বেচাকেনা শুরু করে দিয়েছেন।

Advertisements