ফুরফুরে মেজাজে অনুব্রত মণ্ডল, নতুন বছরের মজা, আনন্দ, বিশেষ বার্তা

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : বহুদিন পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল বড়দিনে। প্রতিদিনের মতো তাকে রুটিন চেকআপে আনা হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে বেরিয়ে দুবরাজপুর থানায় যাওয়ার সময় একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন তিনি।

Advertisements

বড়দিনে দুবরাজপুর হাসপাতালে বের হওয়ার সময় সাংবাদিকদের কোন প্রশ্ন করার আগেই তিনি ফুরফুরে মেজাজে কথা বলতে শুরু করেন। বিগত পাঁচ মাসের কাছাকাছি সময় ধরে যা দেখা যায়নি। এদিন তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় নিজে থেকেই সাংবাদিকদের দেখে বলতে শুরু করেন। মুচকি হাসি আর ফুরফুরে মেজাজে বলেন, ‘তোমরা নতুন বছরের ছবি করছ কেন?’

Advertisements

এরপরেই সাংবাদিকদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয় দাদা শরীর কেমন আছে? সেই প্রশ্ন শুনে অনুব্রত মণ্ডল বলেন, ‘হ্যাঁ, নতুন বছরে আনন্দ করো।’ এরপর তিনি বলেন, ‘প্রেশারটা একটু ভালোই আছে। সব ঠিক আছে। নতুন বছরে আনন্দ করো আনন্দ করো।”

Advertisements

এর আগেও শনিবার অনুব্রত মণ্ডল কে একইভাবে রাজ্য ও জেলার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল এবং প্রত্যেকের যাতে নতুন বছর ভালো হবে কাটে সেই কামনা করতে দেখা গিয়েছিল। গত সপ্তাহের মঙ্গলবার আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে দুবরাজপুর পুলিশি হেফাজতে আসার পর এখন অনুব্রত মণ্ডল অনেকটাই ফুরফুরে মেজাজে।

অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে রাখি পূর্ণিমার দিন গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি আসানসোলে ছিলেন। এরপর প্রায় ১৩১ দিন কাটিয়ে গত সপ্তাহের মঙ্গলবার শিব ঠাকুর মন্ডলের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বীরভূমে ফিরে আসেন। এখন বীরভূমেই রয়েছেন দুবরাজপুর থানায়।

Advertisements