৫৭০ ভরি সোনা! অনুব্রত মণ্ডলের মাকালী এবার সোনায় সোহাগা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই পূজা-অর্চনা করে থাকেন। প্রতিবছর বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ে তিনি কালী পুজোর (Kali Puja) আয়োজন করে থাকেন। এই কালীপুজোর মূল আকর্ষণ হলো কালী মায়ের সোনার গয়না।

Advertisements

গতবছর অনুব্রত মণ্ডলের এই কালী প্রতিমার সোনার গয়নার (Gold) পরিমাণ ছিল ৩৬০ থেকে ৩৭০ ভরি। এই বছর সেই গয়নার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৬০-৫৭০ ভরি, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকার বেশি। এই বছর তিনি নিজের হাতেই কালিমাকে গয়না পরিয়ে সুসজ্জিত রূপ দিলেন। গত দু’বছর ধরে তিনি নিজের হাতে গয়না পরাতে পারেন নি, পর পর দুবছর মা এবং স্ত্রী মারা যাওয়ার কারণে।

Advertisements

ইতিমধ্যেই তৃণমূলের এই দলীয় কার্যালয়ে সোনার গয়নার নিরাপত্তার জন্য বোলপুর থানার পুলিশের তরফ থেকে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisements

এদিন রাজ্যের চারটি উপনির্বাচনের ফলাফল বের হয়। এই চারটি নির্বাচনের ফলাফল বের হতেই লক্ষ্য করা যায় প্রতিটি আসনের তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে। তৃণমূলের এই জয়লাভের পর অকাল দিওয়ালি শুরু হয়েছে বোলপুরের তৃণমূল কার্যালয়ে।

এদিনের এই বড় জয়ের পর অনুব্রত মণ্ডল বলেন, “গোল দিয়ে হারিয়ে দিলাম। এখন কে বিরোধী সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের কাছে যা চেয়েছিলাম মা কালী পুজোর আগেই তা দিয়ে দিল। আগামী দু’বছর ভালভাবে প্র্যাকটিস করে ২৪ এর জন্য খেলা শুরু হবে।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আগাম জানিয়ে ছিলেন ২২০-২৩০। ভোটের ফলাফল বের হতে দেখা যায় তৃণমূল ২১৩টি আসনে জয়ী হয়ে পুনরায় শাসন ফিরেছে। এরপর উপনির্বাচনগুলিতে একের পর এক জয় হাসিল করার পর আসন সংখ্যা পার করেছে ২২০। এরপর এই মঙ্গলবার অনুব্রত মণ্ডল জানালেন, ‘যা বলেছিলাম তাই হল’।

Advertisements