নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে দিনের পর দিন কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, আর সেই লেনদেনের সঙ্গে জড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিবিআই তাকে গ্রেফতার করেছে এবং পরে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে অনুব্রত মণ্ডল দিল্লিতে রয়েছেন ইডি হেফাজতে। ইডি হেফাজতে থাকাকালীন একের পর এক ভয়ঙ্কর তথ্য ফাঁস হচ্ছে।
কোথায় থেকে কালো টাকা সাদা হতো এই রহস্য ভেদ করার জন্য অনুব্রত মণ্ডলকে জেরা করার পাশাপাশি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের জেরা করার সিদ্ধান্ত নিয়েছেন ইডি আধিকারিকরা। আর ঘনিষ্ঠদের জেরাই প্রথম দিনেই গ্রেফতার হন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। এরই মধ্যে সামনে এসেছে, অনুব্রত মণ্ডল নাকি আইপিএলেও টাকা বিনিয়োগ করতেন।
ইডি সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল আইপিএলে যে টাকা বিনিয়োগ করতেন সেই টাকা গরু পাচার কাণ্ডের টাকা। কালো টাকা সাদা করার জন্যই তিনি এমনটা করতেন। আর এইভাবে কালো টাকা সাদা করার পরামর্শ তাকে দিয়েছিলেন তার হিসাব রক্ষক মনীশ কোঠারি।
কোটি কোটি কালো টাকা সাদা করার জন্য অনুব্রত মণ্ডলকে মণীশ কোঠারি নানান পরামর্শ দিতেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, মনিশ কোঠারি অনুব্রত মণ্ডলকে বুঝিয়েছিলেন, আইপিএল হল হাই প্রোফাইল একটি ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে টাকা খরচ করলে নাকি এত সহজে ধরা যাবে না। এই পরামর্শ অনুযায়ী অনুব্রত মণ্ডল ক্রিকেটেও টাকা বিনিয়োগ করেছিলেন।
গরু পাচার কাণ্ডে অবৈধভাবে রোজগার করা কোটি কোটি টাকার বিষয়ে অনুব্রত মণ্ডল এখন নাকি ইডি আধিকারিকদের সামনে হাত তুলে দিচ্ছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি এসবের জন্য প্রথমে সায়গাল হোসেনকে দায়ী করেন। আবার পরে মনিশ কোঠারি গ্রেপ্তার হওয়ার পর তার ঘাড়েও দোষ চাপান।