ফের রাস্তার অভিযোগ অনুব্রত মণ্ডলের সভায়

Madhab Das

Updated on:

Advertisements

লাল্টু : বীরভূমের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল অবস্থা নিয়ে বারংবার অভিযোগ শোনা যাচ্ছে এলাকার বাসিন্দাদের থেকে। আর রাস্তার হাল যে খারাপ তা প্রকট অনুব্রত মণ্ডলের সভাতেও। যে কারণে সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া অনুব্রত মণ্ডলের প্রায় প্রতিটি কর্মীসভায় দেখা যাচ্ছে দলীয় কর্মীদের নিজেদের এলাকায় রাস্তা নিয়ে সরব হতে। আর এই রাস্তা নিয়ে সরব হওয়ার পুনরাবৃত্তি ঘটলো সোমবারও। এদিন দুবরাজপুরে অনুব্রত মণ্ডলের কর্মীসভা চলাকালীন তৃণমূলের এক বুথ কমিটির সদস্যকে পুনরায় রাস্তা নিয়ে সরব হতে দেখা যায়।

Advertisements

লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া গ্রামের বুথ কমিটির সদস্য শেখ পলাশ মাইক হাতে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জানান, তাদের গ্রামের রাস্তার অবস্থা এতটাই বেহাল যে তিনি আজ মিটিংয়ে কোন লোকই আনতে পারেননি। গ্রাম থেকে দু কিলোমিটার হেঁটে তারপর তিনি গাড়ি করে মিটিংয়ে এসেছেন।

Advertisements

তিনি আরও জানান, রাস্তার অবস্থা এতটাই বেহাল যে কোন গাড়ি এমনকি রোগীদের জন্য অ্যাম্বুলেন্সও যাতায়াত করতে পারে না।

Advertisements

এর আগে সেপ্টেম্বর মাসের ২ তারিখ বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে সিউড়ি দু’নম্বর ব্লকের মাজিগ্রামের বুথ সভাপতি গণেশ রায় একইভাবে তাঁদের এলাকায় রাস্তার দাবি তোলেন অনুব্রত মণ্ডলের সামনে। যা নিয়ে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে চলে বাকবিতণ্ডা। যার পরেই অনুব্রত মণ্ডল ওই বুথ সভাপতিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু সেদিন অনুব্রত মণ্ডল ওই বুথ সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও এদিন ঠিক তার উল্টো ঘটনা ঘটলো। পাকুরিয়া গ্রামের বুথ কমিটির সদস্য শেখ পলাশের রাস্তা সংক্রান্ত অভিযোগ শুনেই অনুব্রত মণ্ডল জানান, “ভোটটা পরে হবে। মানুষের অসুবিধার জন্য রাস্তা করে দেবো। জেলা পরিষদের মাধ্যমে রাস্তাটা করিয়ে দেবো। তবে একবারে পারবো না, দুবারে করিয়ে দেবো।”

Advertisements