ইস্তাহার প্রকাশ করেই বিরোধীদের ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ করলেন Anubrata Mondal

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ইস্তাহার প্রকাশ করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে। এই ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে রাজ্যের বাসিন্দাদের। প্রতিশ্রুতিতে রয়েছে গৃহকর্ত্রীদের আর্থিক প্যাকেজ সহ পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ। তৃণমূলের এই ইস্তাহার শুক্রবার থেকে জেলায় জেলায় প্রকাশিত হওয়া শুরু হয়েছে। সেইমতো এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এই ইস্তাহার প্রকাশ করেই বিরোধীদের ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ করলেন।

Advertisements

Advertisements

অনুব্রত মণ্ডল এমন মন্তব্য করেন মূলত বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে। বিরোধীরা তৃণমূলের ইস্তাহার প্রকাশের পরেই অভিযোগ করেছিলেন এই ইস্তাহার ‘ভোট গিমিক’। আর তারই প্রতিবাদে এদিন অনুব্রত মণ্ডল বলেন, “এগারো সালে মমতা ব্যানার্জি ইস্তাহারে যা বলেছিল একটা দেখিয়ে দিক কাজ হয় নাই। ১৬ তে যা বলেছিল একটা দেখিয়ে দিক তার কাজ হয় নাই। তারপর বিরোধীদের কথা শুনবো। ভেড়ার পালের মত চিৎকার করে যাবে, চোখ মুজে দেবে ওই কথা শুনতে রাজি নয়।”

Advertisements

[aaroporuntag]
এর পাশাপাশি এদিন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর প্রসঙ্গ উঠলে তিনি তাকে ফের একবার পাগল বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “পাগল ছাড়া কেউ এই কথা বলে ইউনিভার্সিটি বন্ধ করে চলে যাবো। আবার অধ্যাপকদের কুকুর বলছেন। পাগল না হলে কি এই সব কথা বলা যায়।”

Advertisements