‘মা বোনেরা আছে, নইলে এমন ভাষা বলতাম’, শোভন প্রসঙ্গে অনুব্রত

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা শোভন চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জির মঙ্গলবার রামপুরহাট ছিল রোড শো। আর সেই রোড শো শেষে শোভন চ্যাটার্জি অনুব্রত মণ্ডলের ভাষা প্রসঙ্গে বলেন, ‘কেষ্ট দার ভাষা নেড়ি কুকুরের ল্যাজের মতো’। বীরভূমে এসে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে এমন কটাক্ষ! আর এর পাল্টা প্রতিক্রিয়া আসবে, এটাই তো স্বাভাবিক। বিকাল গড়াতে না গড়াতেই অনুব্রত মণ্ডল শোভনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “মা বোনেরা আছে, নইলে এমন ভাষা বলতাম….।”

Advertisements

অনুব্রত মণ্ডল মঙ্গলবার হাঁসন বিধানসভা এলাকায় তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “একটা কথা বলি। শোভনের বড় ছেলের বয়স হচ্ছে ২২ বছর আর ওর মেয়ের বয়স হচ্ছে ১৭ কি ১৮ বছর। তারপর উনি আর একটা বিয়ে করেছেন। তার ছেলেকেও দেখেন না, মেয়েকেও দেখেন না, স্ত্রীকেও দেখেন না। তার সম্বন্ধে কিছু বলা চলে? যে নিজের ছেলেকে দেখে না, নিজের মেয়েকে দেখে না, নিজের স্ত্রীকে দেখে না পর স্ত্রীর সঙ্গে থাকে। আমার তো স্ত্রী মারা গেছে, কই আমি তো বিয়ে করি নাই। আমার ঘরে একটা মেয়ে আছে।”

Advertisements

Advertisements

[aaroporuntag]
এর পরেই তিনি বলে ওঠেন, “ওকে মানুষ বলে মনে হয়? যার ছেলে মেয়ে স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর সঙ্গে থাকেন, পর মহিলার সঙ্গে থাকেন। ছেলে মেয়ে স্ত্রী থাকা সত্ত্বেও যে বড় মহিলার সঙ্গে থাকে সে মনে হয় না এই জগতের মানুষ হতে পারে এই বাংলার মানুষ হতে পারে। শোভন অনেক কিছু ভুলভাল বলে। অনেক মা-বোনেরা আছে নইলে এমন ভাষা বলতাম শোভনকে আমি শিক্ষা দিয়ে দিতাম। যে ভাষা আমি বলতাম শোভন মাথা তুলে দাঁড়াতে পারতো না।”

Advertisements