‘বিজেপির হয়ে ভোট করতে পারে কেন্দ্রীয় বাহিনী!’ ঘুরিয়ে বিস্ফোরক দাবি অনুব্রতর

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই ফের স্বমহিমায় দেখতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। শনিবার দুবরাজপুর বিধানসভা এলাকায় দুবরাজপুর শহরের সারদা ফুটবল ময়দানে আয়োজিত তৃণমূলের জনসভা থেকে ঘুরিয়ে বিস্ফোরক দাবি করতে দেখা গেল তাকে। তিনি ঘুরিয়ে দাবি করেন, ‘বিজেপির হয়ে ভোট করতে পারে কেন্দ্রীয় বাহিনী!’

Advertisements

Advertisements

সভায় বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল বলেন, “এটা আমার শোনা কথা। শুনছি নাকি সেন্ট্রাল বাহিনী এসে বলতে পারেন বিজেপিকে ভোট দেবেন। আশাকরি বলবে না।” তবে এর পরেই তিনি বলেন, “যদি বলে রুখে দাঁড়াবেন। বলার অধিকার নাই। ভয় পাবেন না। রুখে দাঁড়াবেন। এবার অধিকার নাই। মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে থাকবেন।”

Advertisements

এদিনের এই ভরা সভায় কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে অনুব্রত মণ্ডলের এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন, অনুব্রত মণ্ডল ভোটের আগে ঘুরিয়ে কেন্দ্রীয় বাহিনীদের বিরুদ্ধে তোপ দাগলেন।

[aaroporuntag]
এর পাশাপাশি অনুব্রত মণ্ডল এদিন মনিরুল ইসলামের প্রসঙ্গ উঠলে বলেন, “ওতো বিজেপির লোক আমি কেন বলতে যাবো। বিড়াল ঢুকেছে ইঁদুর খেতে। বিড়ালে ইঁদুর খাক কেন।” অন্যদিকে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়েও এদিন সভায় বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল কেন্দ্রকে খোঁচা দেন। খোঁচা দিতে গিয়ে তার মুখ থেকে হিন্দি ভাষণও শোনা যায়।

Advertisements