নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বুধবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে পঞ্চম বার তলব পাওয়ার পর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার দিনেই তাকে হাসপাতালে ভর্তি হতে দেখা যায়। তার চিকিৎসার জন্য তৈরি হয় মেডিকেল বোর্ড।
দিন সাতেক ধরে হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার অনুব্রত মণ্ডলের চিকিৎসার জন্য তৈরি হওয়া মেডিকেল বোর্ডের সদস্যরা পুনরায় তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পরেই জানা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতির দুটো অণ্ডকোষের অবস্থাই খারাপ। দুটো অণ্ডকোষের নাকি পুঁজ রয়েছে। সর্বভারতীয় একাধিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
এর পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের ফুসফুসের যে পরীক্ষা করা হয়েছে তার ফলাফল খুব একটা ভালো আসেনি। ফুসফুসে জল জমে রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ৬ মিনিটস ওয়াক টেস্টেও ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে। তাকে দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। এই কারণে এখনও তাকে হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বোর্ড।
অনুব্রত মণ্ডল এর আগেও একাধিকবার সিবিআই তলব পেয়েছিলেন। কিন্তু সেই সকল তলবের পরিপ্রেক্ষিতে কোন বারই তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে লক্ষ্য করা যায়নি। প্রতি ক্ষেত্রেই হয় আদালতের রক্ষাকবচ অথবা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই সকল তলব এড়িয়ে যান। এবারও যখন আদালতের রক্ষাকবচ হারিয়ে সিবিআই তলব পান সেই সময় তাকে হাসপাতালে ভর্তি হতে লক্ষ্য করা যায়।
অন্যদিকে মঙ্গলবার অনুব্রত মণ্ডলের দ্রুত আরোগ্য কামনায় বীরভূমের নানুর কালী আরাধনায় মাতেন তৃণমূল নেতাকর্মীরা। বীরভূম জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ কেরিম খানের তত্ত্বাবধানে হোম যজ্ঞের মধ্য দিয়ে অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনা করা হয়। যে হোম যজ্ঞে ১০ কেজি বেল কাঠ, ৫ কেজি শাল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ৫ কেজি ঘি ও ১০৮টি বেল পাতা উপকরণ হিসেবে রাখা হয়েছিল।