“সার্ভে করতে এলেই ঝাঁটার বারি দিয়ে বের করে দিবেন”, নিদান অনুব্রতর

নিজস্ব প্রতিবেদন : “সার্ভের নাম করে বাড়িতে এসে জিজ্ঞেস করবে কটা গরু? কটা ছাগল? কটা মানুষ? কখন এসেছেন? কত সালে এসেছেন? ৭১ সালের দলিল দেখান। তখনই ঝাঁটার বাড়িতে বার করে দেবেন বাড়ি থেকে। চিন্তা নেই মমতা ব্যানার্জী আছে আপনাদের পাশে।”

ঠিক এভাবেই আজ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল মুরারইয়ের ১ নং ব্লকের পাইকরের হাজরা মাঠ থেকে কেন্দ্র সরকারকে NRC ও NPR নিয়ে আক্রমণ করলেন। এলাকার মানুষদের সার্ভে নিয়ে নিদান দিলেন ঝাঁটা মেরে ঘর থেকে বের করে দেওয়ার।

আজ NRC ও CAA প্রত্যাহারের দাবিতে মুরারই ১ নং ব্লকের পাইকরের হাজরা মাঠে সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ঝাড়খণ্ডের JMM জোটের আজ মুখ্যমন্ত্রী শপথ সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়ে আরও বলেন, “আজ ঝাড়খণ্ডে মমতা ব্যানার্জী গিয়েছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী তৈরী হল। একটা শয়তান, বব্বরের দল, তাকে তাড়িয়ে আজকে শিবু সরেনের ছেলে আজকে মন্ত্রী হলো। যে দলটা ভারতবর্ষের বুকের ওপরে ভয়ঙ্কর ক্ষতিকর। তারা মানুষকে ভালোবাসেনা। ভারতবর্ষকে ভালোবাসে না। দুটো মাথা মোটা, একটা মাথা মোটা অমিত শাহ, আরেকটা মাথা মোটা মোদী। এই দুটো মাথা মোটা ভারতবর্ষকে শেষ করে দিলো”।

আজ সভা থেকে অনুব্রত মণ্ডল চ্যালেঞ্জ করে বলেন, “পশ্চিমবাংলায় কি হিন্দু, কি মুসলিম একসঙ্গে থাকবে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে NRC আর ক্যা ক্যা করতে দেবো না। চ্যালেঞ্জ করলাম ক্ষমতা থাকলে NRC করে দেখিয়ে দাও”।