‘মন্ত্রী ছিলে ১০ বছর, ভালো লুটে পুটে খেয়েছো’, শুভেন্দুকে খোঁচা অনুব্রতর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দীর্ঘদিন ধরে তৃণমূলের বনিবনা চললেও এযাবৎ কোনো দিনই অনুব্রত মণ্ডলকে তার বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি। এমনকি পদত্যাগ এবং দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের পরেও তিনি এক প্রকার চুপচাপই ছিলেন। কিন্তু আর কি চুপ যায়! অবশেষে শুক্রবার নাম না করেই শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

Advertisements

শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার কেতুগ্রামের কাঁদরায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের একটি জনসভা ছিল। আর সেই জনসভাতেই প্রথমবার শুভেন্দু অধিকারী শিকার হন অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল বলেন, “আর যত বড়ই নেতা। মন্ত্রী ছিলে ১০ বছর। ভালো লুটেপুটে খেয়েছো। কম নাও নাই। ১৮ খানা সেক্রেটারি ছিলে, বড় বড় পদে। তখন কেন ছেড়ে দাও নাই। তখন কেন বলো নাই মন্ত্রী নেবো না। তখন লজ্জা লেগে ছিল না। কষ্ট হয়েছিল না। রোজগার করে নিয়েছো দিদিকে ভাঙ্গিয়ে। আল্লাহ ঈশ্বর খাতির করবে না। মানুষ খাতির করবে না।”

Advertisements

শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পর গেরুয়া শিবিরে যোগ দিতেই তিনি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন সম্মান না পাওয়ার অভিযোগ তুলে। আর এই প্রসঙ্গ তুলেই অনুব্রত মণ্ডলের এদিনের খোঁচা বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের বিশেষজ্ঞরা।

Advertisements

শুভেন্দু অধিকারী ছাড়াও এদিনের এই সভায় অনুব্রত মণ্ডলের শিকার হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের সভায় থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেন, ‘পোশাক-পরিচ্ছদ কেড়ে নিয়ে বাড়ি পাঠিয়ে দেবো।’ পাশাপাশি তিনি এটাও বলেন, “আমি ওপেন চ্যালেঞ্জ করছি আর একটা সভা করে দেখাক দিলীপ ঘোষ।”

Advertisements