‘আসুক না অমিত শাহ, লোক চাইলে নিশ্চয় দেবো’, অনুব্রত মণ্ডল

Updated on:

Advertisements

চন্দন কর্মকার : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোড়া ফুল আর পদ্ম ফুলের ঠাণ্ডা গরম লড়াই। বঙ্গে পদ্ম ফুটাতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির। অন্যদিকে তা রুখে দিতে একের পর এক পরিকল্পনায় বাংলার শাসক শিবির তৃণমূল। আর এমত অবস্থাতেই বিজেপির তরফ থেকে রবিবার একপ্রকার নিশ্চিত করা হলো আগামী ২০ ডিসেম্বর বোলপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisements

অমিত শাহর বীরভূম সফর ঘিরে এদিন তার কর্মসূচি সংক্রান্ত নানা পরিকল্পনা বাস্তবায়িত করতে বিজেপি নেতাদের ঢল নামে বোলপুরে। সম্ভাব্য কর্মসূচি হিসেবে ঠিক হয় একটি পথসভা করার এবং পথসভা শেষে কর্মীদের মনোবল চাঙ্গা করতে একটি সভা করবেন অমিত শাহ। তবে এসবকে নিজের চিরাচরিত স্বভাব হিসাবেই পাত্তা দিতে নারাজ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের কোটাসুরে তৃণমূলের দলীয় কর্মী সভা শেষে অনুব্রত মণ্ডলের থেকে এমনই আভাস মিললো।

Advertisements

অনুব্রত মণ্ডল এদিন বলেন, “সব দলেরই সব জায়গায় যাওয়ার অধিকার আছে। আসুক না।” আর এই পথসভা এবং জনসভায় কেমন লোক হবে, সে প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “ওদের দলে কেমন লোক আছে আমি কি করে বলবো।” যদি লোক কম হয়! “চাইলে নিশ্চয় দেবো। ওদের সংগঠনে কেমন লোক আছে কি করে জানবো।”

Advertisements

অন্যদিকে এদিন কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে।’ আর অনুপম হাজরার পিঁপড়ে ও ব্লিচিং পাউডার প্রসঙ্গে অনুব্রতর কড়া জবাব, ‘পাগল টাগল কি বলল তাদের কথার উত্তর দেবো কেন।’

Advertisements