‘ভদ্রলোক, মহিলা হয়ে জঞ্জালে! কুকুরও শোয় না’, শ্রাবন্তীর বিজেপি ছাড়া নিয়ে অনুব্রত মণ্ডল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে ঘটা করে বিজেপিতে গেলেও ভোটে হারার পর বৃহস্পতিবার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) বিজেপি ছাড়ার ঘোষণা করেন। তার এই ঘোষণা যেন তাকে ফের একবার চর্চায় নিয়ে এলো। এমনিতেই বছরভর তিনি চর্চায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে।

Advertisements

বিজেপি ছাড়ার পর শ্রাবন্তীকে নিয়ে যেমন তোলপাড় সোশ্যাল মিডিয়া, ঠিক তেমনি এবার বিজেপি ত্যাগ নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। শ্রাবন্তীর বিজেপি ত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বিজেপিকে (BJP) ‘জঞ্জাল দল’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি জানান, ‘জঞ্জালে কুকুরও শোয় না, তাহলে শ্রাবন্তী একজন মহিলা হয়ে কী করে ওই জঞ্জালে থাকবেন।’

Advertisements

অনুব্রত মণ্ডল বলেন, “আসলে দলটা জঞ্জাল। এই জঞ্জালে ভদ্রলোক থাকা মুশকিল আছে। তারপর আবার মহিলা। ওঁর (শ্রাবন্তী) পক্ষে জঞ্জালে থাকা সম্ভব নয়। শ্রাবন্তী কেন, সবাই একে একে ছাড়বে। সবাই মমতা ব্যানার্জীর উন্নয়নের শামিল হবে।”

Advertisements

এর পরেই অনুব্রত মণ্ডল উদাহরণ টানতে গিয়ে বলেন, “দেখবেন, নোংরা জায়গাতে কুকুর কিন্তু শোয় না। রাস্তাঘাটে কুকুরদের দিকে খেয়াল করবেন নোংরা জায়গায় কিন্তু শোয় না। আর্টিস্ট, এসব ছেড়ে দিলাম। প্র্যাকটিক্যালি সে তো একজন মহিলা। তাহলে সেই মহিলা কি করে জঞ্জালে থাকবে?”

অন্যদিকে শ্রাবন্তী চ্যাটার্জীর এদিন বিজেপি ত্যাগ করার পর বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা (Anupam Hazra) বিষয়টিকে নিয়ে মশকরা করে টুইট করে লিখেছেন, “শ্রাবন্তী’র মতো নেত্রী বিজেপি ছেড়ে চলে যাওয়ায়, সংগঠনের যে ভয়ানক ক্ষতি হয়ে গেল, তা হয়তো ভবিষ্যতে কোনদিনই পূরণ হবে না।”

Advertisements