Anubrata Mondal: ‘অন্যায় করলে শাস্তি….’, নিজের ও মেয়ের জেল খাটা নিয়ে অনুশোচনা অনুব্রতর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দু’বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বন্দি, ১৮ মাসের বেশি তিহারে জেল খাটা নিয়ে এবার অনুশোচনা খোদ অনুব্রতর (Anubrata Mondal)। বৃহস্পতিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে আগের মতই সাংবাদিক বৈঠক করে এমন অনুশোচনা করতে দেখা গেল তাকে। নিজের জেল খাটার পাশাপাশি মেয়ের জেল খাটা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

Advertisements

অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগেই ২০২২ সালের ১১ আগস্ট রাখি পূর্ণিমার দিন গ্রেপ্তার হয়েছিলেন। এরপর আসানসোলের সংশোধনাগার, তারপর দুবরাজপুরে পুলিশি হেফাজত শেষে ঠাঁই হয়েছিল তিহার জেলে। দীর্ঘ সময় তিহার জেলে কাটানোর পর সোমবার রাতে মুক্তি আর মঙ্গলবার সকালে বাড়ি ফিরলেও এত দীর্ঘ সময় তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায়নি। অবশেষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন দীর্ঘ সময়ের জন্য।

Advertisements

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলকে একাধিক বার্তা দিতে দেখা যায় যেগুলিকে রাজনৈতিক মহলের বড় অংশ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। তাৎপর্যপূর্ণ তার কথাবার্তায় সবাইকে একসাথে নিয়ে চলার বিষয়টি ফুটে ওঠে। কাজল শেখ থেকে শুরু করে কোর কমিটির সদস্য সবাইকে নিয়েই তিনি চলবেন এমনটাই স্পষ্ট ভাবে জানিয়ে দেন।

Advertisements

আরও পড়ুন : TMC Group Clash: অনুব্রত ফিরতেই বীরভূমে তৃণমূলের ঠোকাঠুকি, ‘খেলা হচ্ছে, মজা নিন’ বলল বিজেপি

শুধু সবাইকে নিয়ে একসাথে চলার বার্তা নয়, এর পাশাপাশি যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টিও জোর দিয়ে বার বার বলেছেন। আর বারবার এমন বার্তা দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘কেউ কিছু খুঁচিয়ে দিল আর দুটো বাইট দিয়ে দিলাম। লাভ নেই। অনেক বাইক পেয়েছেন।’ এছাড়াও তিনি সবাইকে নিয়ে মানুষের পাশেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে দীর্ঘক্ষণ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় প্রসঙ্গক্রমে অনুব্রত মণ্ডল বলেন, “মেয়ে আমার সন্তান…তাকে ১৬ মাস জেল খাটানো হয়েছে। নেতা নেত্রী নয়…ও তো নয়। সাধারণ বাড়ির মেয়ে। যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করে থাকি…তার পাপ..শাস্তি পেয়েছি। সবাই মিলে একসাথে চলব। কেউ ভেদাভেদ করোনা।”

Advertisements