নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমার জন্য একাধিক সময় সংবাদের শিরোনামে আসতে দেখা যায়। তিনি তৃণমূলের একজন নেতা হলেও তার ভাষণ একাধিক সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে মন কাড়ে। আবার তার ভাষণ ঘিরে নানান বিতর্কেরও সৃষ্টি হয়।
অনুব্রত মণ্ডল বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র ছাড়াও বীরভূমের বাইরে পূর্ব বর্ধমানের ৩টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। আর এই সকল এলাকার মানুষেরাই সরাসরি তার ভাষণ শুনতে পান বিভিন্ন সভা অথবা রোড শো থেকে। তবে একুশের বিধানসভা নির্বাচনে তিনি জেলা ছাড়িয়ে অন্যান্য জেলাতেও রোড শো এবং সভা করবেন বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে অনুব্রত মণ্ডলের ঠাঁসা কর্মসূচি শুরু হবে রাজ্যের একাধিক জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলায় প্রথম দফা নির্বাচনের আগে একাধিক সভা এবং রোড শো করতে দেখা যাবে অনুব্রত মণ্ডলকে। তিনি ২৫শে মার্চ পর্যন্ত টানা কর্মসূচি করবেন এইসকল জেলাগুলির বিভিন্ন এলাকায়।
[aaroporuntag]
প্রসঙ্গত, চলতি বছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম শ্লোগান হয়ে ওঠা ‘খেলা হবে’ প্রথম শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের মুখ থেকেই। যে স্লোগান এখন তার এবং অন্যান্য দলের অন্যতম স্লোগানে পরিণত হওয়ার পাশাপাশি রাস্তাঘাটে প্রতিনিয়ত সাধারণ মানুষদের মুখে এই দুটি শব্দ শোনা যাচ্ছে। পাশাপাশি এই দুই শব্দের জনপ্রিয়তা বুঝে তৃণমূল নেতা দেবাংশু ইতিমধ্যেই একটি গানও রচনা করে ফেলেছেন। যাও বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।