‘দিদির হেলিকপ্টারে চেপে বিজেপির প্রার্থী হয়েছে’, Anubrata Mondal

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে ফের একবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরোধী দলের প্রার্থী জগন্নাথ চ্যাটার্জিকে একহাত নিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। জগন্নাথ চ্যাটার্জী পেশায় একজন সাংবাদিক এবং তিনি সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। আর এই প্রতিদ্বন্দ্বিতায় নামতেই শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি।

Advertisements

Advertisements

এই কাদা ছোড়াছুড়ির সূত্রপাত হয় যখন সোমবার সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী বক্রেশ্বরে পুজো দিতে যান। সেখানে তিনি মহাদেব এবং দেবী দুর্গার পুজো দিয়ে নিজের প্রচার শুরু করেন। প্রচার শুরু করার আগেই তাঁকে কটাক্ষ করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে।

Advertisements

সে সময় তিনি বলেন, “আসলে অনুব্রত মণ্ডল পালিয়ে যেতে হবে বলতে গিয়েছিল, কিন্তু ঠোঁটের কাছে এসে তা আটকে যায় এবং বলে ফেলে ‘খেলা হবে।’ ২রা মে’র পর পালিয়ে যেতে হবে। আসলে উনার অক্সিজেনের প্রবলেম আছে তো।”

জগন্নাথ চ্যাটার্জির এই কটাক্ষের পরেই বেলা গড়াতে না গড়াতেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জগন্নাথ চ্যাটার্জিকে এক হাত নিয়ে বলেন, “দিদির হেলিকপ্টারে চেপেছে। বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। মনে আছে? তখন মজা লেগেছিল দিদির হেলিকপ্টারে চাপতে। কি বলতে হয় সেটা জানি।” এখানেই শেষ নয় এর পাশাপাশি অনুব্রত মণ্ডল একপ্রকার ওই বিজেপি প্রার্থীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কি ওষুধ দিতে হয় সেটাও জানি।’

Advertisements