বুকের ব্যথা কমছে না অনুব্রত মণ্ডলের, সিটি অ্যানজিও করার সিদ্ধান্ত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৫ দিন হলো বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে ভর্তি এসএসকেএম হাসপাতালে। কিন্তু এতদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পরেও তার বুকের চাপ এবং ব্যথা কমছে না। যে কারণে চিকিৎসকেরা অনুব্রত মণ্ডলকে সিটি অ্যানজিও করার পরামর্শ দিয়েছেন।

Advertisements

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিটি অ্যানজিও করানোর জন্য বুধবার অনুব্রত মণ্ডলকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হয় এবং নিয়ে যাওয়া হয় এসএসকেএমের অ্যানেক্স রামরিক হাসপাতালে। তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডই এখনো চিকিৎসা চালাচ্ছেন।

Advertisements

দু’সপ্তাহ আগে অনুব্রত মণ্ডলকে এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় একাধিক সমস্যা নিয়ে। উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া ছাড়াও সংক্রমণ সহ একাধিক সমস্যা দেখা দিয়েছে তার শরীরে। এসকল সমস্যার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের ফুসফুস পরীক্ষা করা হয়। কিন্তু তার পরেও বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট সমস্যা দূর না হওয়ার কারণে সিটি অ্যানজিও করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, এই সিটি অ্যানজিও পরীক্ষার রিপোর্ট আসতে দিন দুয়েক সময় লাগতে পারে। এই পরীক্ষা করা হয় মূলত হৃদযন্ত্রে কোন ব্লকেজ রয়েছে কিনা, রক্ত সরবরাহের ধমনীতে ক্যালসিয়াম জমেছে কিনা ইত্যাদি দেখার জন্য। বর্তমানে অনুব্রত মণ্ডলের যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা সংক্রান্ত এই রিপোর্ট আসার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তলবে গত ৬ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেই মতো কলকাতার ফ্ল্যাট থেকে বের হয়েছিলেন অনুব্রত৷ কিন্তু দেখা যায়, নিজাম প্যালেসে না গিয়ে সোজা এসএসকেওএমে চলে যান তিনি৷ শারীরিক অসুস্থতার জন্য ভর্তি নেওয়া হয় তাঁকে৷

Advertisements