বিজেপির সর্বভারতীয় সম্পাদক হওয়ার পর অনুপম হাজরার প্রতিক্রিয়া

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা, আর এই বিধানসভাকে পাখির চোখ পড়ে বঙ্গ বিজেপির দুই নেতা বিজেপির সর্বভারতীয় বড় পদে বসলেন। লোকসভা নির্বাচনে সাফল্যের দরুন পুরস্কার স্বরূপ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হলেন মুকুল রায়। অন্যদিকে একই ভাবে সর্বভারতীয় সম্পাদকের পদ পেলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

Advertisements

Advertisements

শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা হয়। আর এই কমিটি ঘোষণার সাথে সাথেই দেখা যায় বঙ্গ বিজেপির দুই নেতার নাম। যদিও সদ্য প্রকাশিত এই কমিটিতে জায়গা পাননি পূর্বতন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। এই রাহুল সিনহার জায়গাতেই বসলেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।

Advertisements

সর্বভারতীয় সম্পাদকের পদ পাওয়ার পর অনুপম হাজরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন, “আমার শীর্ষ নেতৃত্ব আমার উপর ভরসা এবং বিশ্বাস রেখেছেন। তার জন্য আমার খুবই ভালো লাগছে। আমি এই দায়িত্ব পেয়ে আমার একটাই কাজ হবে তাদের এই ভরসাকে পূর্ণ মর্যাদা দেওয়া।”

সর্বভারতীয় স্তরে এমন একটি গুরুত্বপূর্ণ পদ পেয়েই তিনি তৃণমূল সরকারকে আক্রমণ করে জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের বাংলা প্রায়ই মিনি পাকিস্তানে পরিণত হয়েছে। মানুষের আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছে যে তারা রাতে ঠিকঠাক ঘুমাতে পারেন না। আগামী দিনে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলাতে পদ্মফুল ফুটিয়ে শান্তির ঘুম উপহার দেওয়া। তৃণমূল সরকারের আমলে করোনা আর আম্ফান নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে তার ফলে বিষয়টির প্রতি মানুষের ভরসা বেড়েছে। আর এই ভরসাকে সম্মান জানিয়ে দিনরাত এক করে আমরা কাজ করবো। এখন শুধু সময়ের অপেক্ষায় এরাজ্যে বিজেপি শাসনে আসা।”

মুকুল রায়ের সর্বভারতীয় সহ-সভাপতি হওয়া প্রসঙ্গে তিনি জানান, “উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। অনেক কিছু শেখার আছে উনার থেকে। পাশাপাশি দিলীপ দা, রহুল সিনহা সবার সাথে একজোট হয়ে আমরা এগিয়ে যাবো।”

Advertisements