অনুব্রত মণ্ডলের গ্রামে বোমা-গুলি, আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে অনুপম

নিজস্ব প্রতিবেদন : সোমবার তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের নানুরের অনুব্রত মন্ডলের গ্রাম হাট সেরিন্ডা। গ্রামের তৃণমূল দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় শঙ্করী বাগদি নামে এক মহিলার বলে অভিযোগ। আহত হয় উদয় বাগদী সহ আরও বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাদের বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মীদের শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালে সত্ত্বর উপস্থিত হন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা।

হাসপাতাল থেকে বেরিয়ে তাঁর অভিযোগ, ক্ষুদিরাম বাগদি নামে এক তৃণমূল কর্মী গুলি করে খুন করেছে শংকরী বাগদিকে। তৃণমূলের আক্রমণ ও বোমাগুলির আঘাতে আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

একই কথা শোনা যায় হাসপাতালে আহতদের দেখতে আসা বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলের মুখ থেকেও। শ্যামাপদ মন্ডলের আরও দাবি, যদি বা ওই তৃণমূল দুষ্কৃতীদের ধরা হলেও ছাড়া পেয়ে যাবে।

বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা কাছ থেকে জানা গেছে মৃত ওই মহিলার ভাই দীর্ঘদিন ধরে বিজেপি করে। বিজেপি করার কারণে শাসক দলের ভয় দীর্ঘদিন ধরে তিনিও গ্রাম ছাড়া।