করোনা আক্রান্ত সর্বভারতীয় বিজেপি সম্পাদক অনুপম হাজরা

নিজস্ব প্রতিবেদন : সদ্য জেপি নাড্ডার কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনুপম হাজরা। তৃণমূল থেকে বিজেপিতে আসা এই বিজেপি নেতা গত শনিবার সর্বভারতীয় সম্পাদকের পদে বসেছেন রাহুল সিনহার জায়গায়। আর সর্বভারতীয় সম্পাদকের পদে বসার পর এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাতে দেখা গিয়েছে এই বিজেপি নেতাকে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার মুখ থেকে বেরিয়ে এসেছে কুরুচিকর মন্তব্য। আর এসবের পরেই শুক্রবার জানা গেল তিনি করোনা আক্রান্ত।

শুক্রবার নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর তার সোশ্যাল মিডিয়ায় জানান অনুপম হাজরা। এরপর তার সাথে যোগাযোগ করলে তার এক সহকারি জানিয়েছেন, “দিন দুয়েক ধরে স্যারের হালকা জ্বর ছিল। তারপর গতকাল পরীক্ষা করা হলে আজ রিপোর্ট আসে করোনা আক্রান্ত হওয়ার। বর্তমানে শরীরে উপসর্গ থাকলেও কলকাতার ফ্ল্যাটেই রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

কেন্দ্রীয় কমিটির পদ পাওয়ার পর থেকেই অনুপম হাজরাকে একের পর এক জায়গায় দলীয় কর্মসূচিতে দেখা যায়। দলীয় কর্মসূচিতে তিনি বোলপুর, বর্ধমান বারুইপুর সহ একাধিক জায়গায় সভা করেন। এর পাশাপাশি এই সকল সভা মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন, “বিজেপির কর্মীরা এখন করোনার থেকেও অনেক বড় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আর সেই ভাইরাস হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তাই করোনাতে তাদের কিছু হবে না।”

এর পাশাপাশি তিনি বারুইপুরের ওই সভা থেকেই জানিয়েছিলেন, “আমি তো ঠিক করেই নিয়েছি, আমার যদি করোনা হয় তাহলে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জড়িয়ে ধরবো।” আর মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমন কুরুচিকর মন্তব্য করার পর অনুপম হাজরার বিরুদ্ধে শিলিগুড়িতে এফআইআর দায়ের করা হয় তৃণমূল উদ্বাস্তু সংগঠনের তরফ থেকে। এর পাশাপাশি এমন মন্তব্যের পরেই তিনি করোনা আক্রান্ত হলেন।