নিজস্ব প্রতিবেদন : সোমবার বিশ্বভারতীতে (Visva Bharati) আছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। এখানে তিনি পদার্পণ করে জানান, ঠিক যেন কোন মন্দিরে এসেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গা পরিদর্শন করে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করলেন। এর পাশাপাশি তিনি এদিন মুখ খুললেন দুটি অস্কার পুরস্কার (Oscars 2023) নিয়ে। এছাড়াও মুখ খুলেছেন বর্ষিয়ান অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যু নিয়েও।
অন্যদিকে অস্কার মঞ্চে সোমবার প্রথম কোন ভারতীয় ছবি হিসাবে অস্কার পেল ভারতীয় তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers)। এর পাশাপাশি RRR সিনেমার নাটু নাটু (Natu Natu) সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জয় করেছে। এই নিয়ে অনুপম খের জানান, এর থেকে গর্বের বিষয়ে আর কিছু হতে পারে না। এই অস্কার জয়ের জন্য পুরো টিমকে আমরা স্বাগত জানাই।
অন্যদিকে কাশ্মীরি ফাইলসকে (The Kashmir Files) অনেকেই কেন্দ্র সরকারের প্রোপোগন্ডা বলে আখ্যা দিয়েছেন। এর উত্তর দিতে গিয়ে অনুপম খের জানান, “কিছু লোক আছেন যারা বলতে অভ্যস্ত আর কিছু লোক আছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্যত্র কাজ করতে অভ্যস্ত। আমি সেই লোকেদের মধ্যে পরি যারা কাজে ব্যস্ত। যে কারণে ৩৮ বছরে ৫৩৪ টি সিনেমা করেছি। যারা বলার তাদের বলতে বলতেই জীবন পেরিয়ে যায় আর যারা কাজ করার তাদের পিছনে ক্যামেরা নিয়ে আপনারা আসেন।”
অন্যদিকে বর্ষিয়ান অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে বিভিন্ন জায়গায় নানান ধরনের মন্তব্য শুরু হয়েছে এবং রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুপম খের জানান, “সব ফালতু কথা। সব মিথ্যা। পুলিশের তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তার মৃত্যু দুর্ভাগ্যজনক।”
অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে হিংসাত্মক ঘটনা, দুর্নীতি হয়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে অনুপম খের জানান, “কষ্ট হয়। কারণ আমি সেই জায়গা থেকেই এসেছি যেখানে হিংসাত্মক ঘটনার কারণেই একদিনে ৫ লক্ষ কাশ্মীরি পন্ডিতকে নিজের বাড়ি ঘর ছেড়ে আসতে হয়েছে।” কাশ্মীরের প্রসঙ্গ টেনে তিনি জানান এই ধরনের ঘটনা অনুচিত। যদিও এদিন নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে সেই প্রশ্ন এড়িয়ে চলে যান অনুপম খের।