Anuradha Paudwal: অরিজিতের গান শুনে কেঁদে ফেললেন অনুরাধা পড়োয়াল, উগড়ে দিলেন ক্ষোভ

Prosun Kanti Das

Published on:

Anuradha Parwal did not like Arijit Singh’s song at all: বাংলার ঘরের ছেলে অর্থাৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এর অরিজিৎ সিং নামটাই ভক্তদের জন্য যথেষ্ট। নামটার মধ্যে এক গভীর আবেগ জড়িয়ে রয়েছে। শুধু গায়ক হিসেবেই নয় একজন মানুষ হিসাবেও তিনি সবার কাছে এক উচ্চতম স্থানে রয়েছেন। রুপোলি জগতের চাকচিক্য থেকে সাধারণ সাদামাটা জীবনকেই তিনি বেশি পছন্দ করেন। তার শো এর টিকিট কাটতে হাজার হাজার টাকা খরচ করতেও রাজি তার ভক্তবৃন্দরা। বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে একের পর এক সম্মানীয় পুরস্কার তার ঝুলিতে। সেই অরিজিতের গানেই আপত্তি বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়ালের (Anuradha Paudwal)।

অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal) বলিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান গায়িকাদের মধ্যে অন্যতম। হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রিতে তিনি “অভিমান” ছবিতে গান গেয়ে পথ চলা শুরু করেছিলেন। সাধারণত আশি ও নব্বইয়ের দশকে অনুরাধা পাড়োয়াল একজন জনপ্রিয় গায়িকা। শুধুমাত্র বলিউডের প্লেব্যাক সিঙ্গিংই নয়, বিভিন্ন রকম ভক্তিগীতি গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করেছিলেন। তবে সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রিতে রিমিক্স গান নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেন অনুরাধা পাড়োয়াল। তিনি আরো বলেন যে, অরিজিৎ সিং এর মুখে ‘আজ ফির তুমপে’ গানের রিমিক্স শুনে তিনি সত্যিই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এমনকি কি কেঁদেও ফেলেন।

গানটি ছিল ১৯৮৮ সালে রিলিজ হওয়া “দয়াবান” সিনেমার। এই ছবিটিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশনে ‘আজ ফির তুম পে’ গানটি গেয়েছিলেন অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal) এবং পঙ্কজ উদাস। সেই একই গানের রিমিক্স ভার্সন ফিরে আসে প্রায় ২৭ বছর পর ‘হেট স্টোরি ২’ সিনেমাতে। সেখানে এই রিমিক্স গানটি গেয়েছেন অরিজিৎ সিং, আর সেখানেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাধা পাড়োয়াল।

আরও পড়ুন : প্যাকেট হাতে এলেন, স্কুটি চড়ে চলে গেলেন, এত সহজ সরল সুপারস্টার অরিজিৎ!

গানটি একেবারেই মনে ধরেনি অনুরাধা পাড়োয়ালের (Anuradha Paudwal)। অরিজিতের গলায় রিমিক্স গানটি তার এতটাই খারাপ লেগেছে যে সেই গানটি ভোলার জন্য বারবার তাকে নিজের পুরনো গানটি শুনতে হচ্ছে। সাধারণত তিনি নিজের গাওয়া ভক্তিগীতি গান বেশিরভাগ সময় শুনে থাকেন। তার গাওয়া পুরনো হিন্দি গান তাকে বারবার শুনতে হয় যখন এরকম রিমিক্স শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, এমনকি কেঁদেও দেন। অনুরাধা পাড়োয়ালের কাছে অরিজিতের গাওয়া জনপ্রিয় রিমিক্স গানটি মোটেই ভালো লাগেনি। সেই গান ভুলতে ইউটিউবে গিয়ে বারবার তাকে নিজের গাওয়া গান শুনতে হয়েছে।

বলিউড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন হিট ছবি যেমন, ‘আশিকী’, ‘দিল হ্যায় মানতা নেই’, ‘তেজাব’, ‘রাম লক্ষ্মণ’ এইসব ছবিতে গান গেয়েছেন তিনি। অনুরাধা পাড়োয়াল এর মত একজন বর্ষীয়ান শিল্পী শুধু হিন্দি নয় তার পাশাপাশি বাংলা, কন্নড়, নেপালি, তামিল-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন।