অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও এই উপায়ে মিলতে পারে ১০,০০০ টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন রকম টাকা না থাকলেও আপাতকালীন পরিস্থিতিতে গ্রাহকরা পেতে পারেন ১০,০০০ টাকা। এমনই অবিশ্বাস্য সুবিধা রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনায়। ২০১৪ সালে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোজনার ঘোষণা করেছিলেন। বর্তমানে দেশের প্রায় ৪৩ কোটি মানুষ এই প্রকল্পের আওতাধীন। আর এই যোজনার আওতায় বিভিন্ন সুবিধার পাশাপাশি আপাতকালীন পরিস্থিতিতে এই টাকা পাওয়ার সুবিধা মিলছে।

আপাতকালীন পরিস্থিতিতে এই টাকা পাওয়ার পদ্ধতির নাম হল ওভারড্রাফট। এটি একটি ছোটখাটো ঋণের মতোই। আগে এই ওভারড্রাফটের উর্ধ্বসীমা ছিল পাঁচ হাজার টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। তবে এই ওভারড্রাফটের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে।

শর্ত হিসাবে উপভোক্তার সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৬৫ বছর। এই সুবিধা পাবেন সেই সকল গ্রাহকরাই যাদের জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমপক্ষে ছয় মাস পার করেছে। অবশ্য কোনো গ্রাহক যদি বিনা শর্তে ওভারড্রাফট করতে চান তাহলে তিনি সর্বোচ্চ ২০০০ টাকা পাবেন।

জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে করার জন্য আবেদনকারীরা জনধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন অথবা যেকোনো ব্যাঙ্কের শাখায় এই ফর্ম পাবেন। সেই ফর্ম পূরণ করে আবেদনের ভিত্তিতে এই প্রকল্পের আওতায় নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন আবেদনকারীরা।

আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর আধার নম্বর, পরিচয় পত্র সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয়। এর পাশাপাশি কোনো গ্রাহকের যদি পুরাতন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেটিকেও এই প্রকল্পের আওতায় আনার মত ব্যবস্থা রয়েছে। সে ক্ষেত্রে ব্যাঙ্কের কাছে আবেদন করতে হবে।